এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজীবের আর সুরে ফেরা হলো না, বিজেপির বৈঠকে তাঁর অনুপস্থিতি জন্ম দিল নতুন জল্পনার

রাজীবের আর সুরে ফেরা হলো না, বিজেপির বৈঠকে তাঁর অনুপস্থিতি জন্ম দিল নতুন জল্পনার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকেই দেখা যায় রাজীব বন্দ্যোপাধ্যায় হঠাৎ বেসুরো হয়ে উঠেছেন গেরুয়া শিবিরে। তারপর থেকে রাজীব ব্যানার্জির তৃণমূলে ফেরা নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়। কিন্তু তৃণমূল কংগ্রেসের অধিকাংশের আপত্তিতে রাজিব ব্যানার্জি এখনো পর্যন্ত গ্রিন সিগন্যাল পাননি তৃণমূলে প্রবেশ করার। অন্যদিকে গেরুয়া শিবিরেও চূড়ান্ত অস্বস্তির সৃষ্টি হয় রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। ঠিক এই সময় রাজীব বন্দ্যোপাধ্যায় দুটি চিঠি পাঠান রাজ্য বিজেপির অন্দরে। আর সেই চিঠির সূত্র ধরেই মনে করা হচ্ছিল, এবার হয়তো রাজীব ব্যানার্জি নতুন করে সুরে ফিরতে চলেছেন গেরুয়া শিবিরে।

কিন্তু সেই জল্পনাকে সর্বৈব মিথ্যা প্রমাণ করে রাজীব ব্যানার্জি বুঝিয়ে দিলেন গেরুয়া শিবিরের সঙ্গে আপাতত তিনি দূরত্ব বজায় রাখতেই ইচ্ছুক। প্রসঙ্গত, আজকে হেস্টিংসের বিজেপির কার্যকারিণী সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে। এমনকি ভার্চুয়ালি এই বৈঠকে যোগদান করার জন্য তাঁকে ভিডিও লিঙ্কও পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু তা সত্বেও রাজীব বন্দ্যোপাধ্যায়কে কোথাও দেখা যায়নি। আর এই নিয়েই বিজেপি নেতারা ব্যাপকভাবে সমালোচনা শুরু করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়ের। গেরুয়া শিবিরের অনেকেই অবশ্য এ ব্যাপারে নিশ্চিত ছিলেন। তার কারণ, সাম্প্রতিককালে রাজীব ব্যানার্জ্জী ক্রমশ তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন প্রকাশ্যেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁকে কখনো দেখা গেছে কুণাল ঘোষের ফ্ল্যাটে চা খেতে যেতে, আবার কখনো পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তাঁর মাতৃ বিয়োগের কারণে শোক প্রকাশ করতে যেতে। এক্ষেত্রে মুকুল রায়ের বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যাওয়া অনুঘটকের কাজ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজীব মূলত মুকুল ঘনিষ্ট বলেই পরিচিত রাজনৈতিক মহলে। অন্যদিকে, আজকে বিজেপির বৈঠকে রাজীব বন্দোপাধ্যায়ের যোগদান না করা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বিজেপি নেতাদের একাংশের দাবি, রাজীব বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে ফেরানোর সিদ্ধান্তকে কোনোমতেই সমর্থন করা হবেনা। এক্ষেত্রে দলের ভাবমূর্তি নষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিজেপি রাজীব বন্দ্যোপাধ্যায়কে আজকের বৈঠকে আমন্ত্রণ জানিয়ে আসলে জল মেপে নিতে চাইছিল। বৈঠকে রাজীব না আসায় কার্যত অনেক সম্ভাবনাই স্পষ্ট হয়ে উঠল। কিন্তু বৈঠকে রাজীব কেন এলেননা, তা নিয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে রাজীবের দলে থেকেও নিষ্ক্রিয় থাকার পেছেনে কেউ কেউ মুকুল রায়ের হাত দেখছেন। আপাতত রাজীব বন্দ্যোপাধ্যায় যে গেরুয়া শিবিরের কাছে গলার কাঁটা হয়ে বিঁধে রয়েছে সে ব্যাপারে নিশ্চিত রাজনীতির কারবারিরা। আজকের বৈঠকে রাজীব যোগ না দেওয়ার পর গেরুয়া শিবির রাজিব ব্যানার্জিকে নিয়ে কি সিদ্ধান্ত নেয়, সে দিকেই নজর সবার। একইসাথে রাজীবের রাজনৈতিক অবস্থান নিয়েও কৌতুহল চড়ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!