এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজীবের ঘুম উড়িয়ে দেওয়ার চ্যালেঞ্জ কল্যানের! ব্যাপক চাঞ্চল্য!

রাজীবের ঘুম উড়িয়ে দেওয়ার চ্যালেঞ্জ কল্যানের! ব্যাপক চাঞ্চল্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল থেকে শুরু করে বৈশালী ডালমিয়া, বর্তমানে যারা বিজেপিতে যোগদান করছেন, তাদের সকলকেই কড়া ভাষায় আক্রমণ করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। প্রত্যাশিত ভাবেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই আক্রমণ হলেও, সবথেকে বেশি শাসক দলের পক্ষ থেকে বিজেপির সমস্ত নেতাদের যিনি কড়া ভাষায় আক্রমণ করছেন, তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

অনেক ক্ষেত্রেই বিজেপিতে যাওয়ার জন্য তৃনমূল কংগ্রেসের প্রাক্তন নেতাদের প্রকাশ্যে চ্যালেঞ্জ, আবার কখনও বা বেলাগাম মন্তব্য করতে দেখা যাচ্ছে তাকে। যা নিয়ে সময়ে সময়ে তৈরি হতে শুরু করেছে বিতর্ক। আর এই পরিস্থিতিতে এবার সদ্য বিজেপিতে যাওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়কে কার্যত চ্যালেঞ্জ করে বসলেন শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

যেখানে রাজীব বন্দ্যোপাধ্যায় ডোমজুড়ে প্রার্থী হলে তাকে হারিয়ে দু’বছর ঘুমোতে দেবে না তিনি বলে জানিয়ে দিলেন এই তৃণমূল কংগ্রেস নেতা। স্বভাবতই তৃণমূল সাংসদের এই মন্তব্যকে কেন্দ্র করে এখন রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। সূত্রের খবর, এদিন ডুমুরজলাতে বিজেপির পাল্টা তৃণমূলের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। যেখানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আর সেই সভা থেকেই সদ্য বিজেপিতে যাওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। ডোমজুড়ের প্রাক্তন বিধায়ককে আক্রমণ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “যদি ভদ্র লোকের রক্ত তোমার শরীরে বয়, তাহলে ডোমজুড়ে প্রার্থী হও। পালিয়ে যেও না। এমন হারানো হারাবো যে, আগামী দুবছর রাতে ঘুমোতে পারবে না।” বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তৃণমূলের ঘাড়ে ক্রমাগত নিঃশ্বাস ফেলে ভারতীয় জনতা পার্টি শাসকদলের হেভিওয়েট নেতা কর্মীদের নিজেদের দিকে টানতে শুরু করেছে।

সেদিক থেকে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত নেতারা বিজেপিতে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের চাপ যে কিছুটা হলেও বেড়েছে, তা বলার অপেক্ষা রাখে না। আর এরপরই ময়দানে নেমে শাসক দলের হয়ে ব্যাটিং করে সেই সমস্ত বিজেপিতে যাওয়া নেতাদের কার্যত চ্যালেঞ্জ ছুড়তে দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মত তৃণমূল কংগ্রেসের নেতাদের। আর এই পরিস্থিতিতে রাজীব বন্দ্যোপাধ্যায়কে ডোমজুড়ে দাঁড়ানোর চ্যালেঞ্জ করে রীতিমত তার ঘুম উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে শুধু রাজীব বন্দ্যোপাধ্যায় নয়, এদিন বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীকেও কার্যত কড়া ভাষায় আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “নারদা থেকে যে 6 লক্ষ টাকা নিলেন, সেই টাকা কোথায়? হলদিয়া বন্দর তো লুট করে সাফ করে দিলেন। আরএসএস না হলে বিজেপিতে কদর নেই। তাই মাথায় পাগড়ী বেঁধে শুভেন্দু এখন আরএসএস হবার চেষ্টা করছে।” তবে যেভাবে বিজেপিতে যাওয়া হেভিওয়েট নেতাদের অলআউট আক্রমণ করতে শুরু করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাতেই পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠবে বলেই মনে করছেন একাংশ।

কেননা যে যাই বলুন না কেন, শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অন্যতম স্তম্ভ ছিলেন। গোটা রাজ্য জুড়ে তাদের একটা জনপ্রিয়তা রয়েছে। সেক্ষেত্রে তারা বিজেপিতে যোগদান করার পর নিচুতলায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে যে কিছুটা হলেও সংশয় তৈরি হয়েছে, তা বুঝতে পারছেন সকলেই।

আর এই পরিস্থিতিতে কর্মী-সমর্থকদের উজ্জীবিত করতে রীতিমত সেই বিজেপিতে যাওয়া নেতাদের নিজের বিধানসভা কেন্দ্রে দাঁড়ানোর চ্যালেঞ্জে দিয়ে হারিয়ে দেওয়ার কথা বলতে দেখা যাচ্ছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তবে সত্যি সত্যিই তৃণমূল সাংসদের করা এই চ্যালেঞ্জ গ্রহণ করেন কিনা এই সমস্ত বিজেপি নেতারা এবং সেই চ্যালেঞ্জ যদি গ্রহণ করে তারা নির্বাচনে লড়েন, তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার কথা রাখতে পারেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!