রাজীবের পদত্যাগের মাঝেই পদে ইস্তফা শীর্ষ প্রশাসনিক কর্তার! বাড়ছে জল্পনা! তৃণমূল রাজনীতি January 29, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে বঙ্গ রাজনীতিতে দলবদল এবং পদত্যাগ যেন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তৃণমূলের একের পর এক হেভিওয়েট নেতা এবং জনপ্রতিনিধিরা বিভিন্ন পদ থেকে পদত্যাগ করে গেরুয়া শিবিরে নাম লেখাতে শুরু করেছে। ইতিমধ্যেই আজ রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত হেভিওয়েট তৃণমূল নেতা বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন। স্বাভাবিকভাবেই তার বিজেপিতে যোগদানের জল্পনা ক্রমশ ঊর্ধ্বমুখী। আর এই পরিস্থিতিতে জল্পনা বাড়িয়ে চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর তার পদ থেকে পদত্যাগ করলেন। যে ঘটনা রাজ্যের প্রশাসনিক মহলে ব্যাপক গুঞ্জন সৃষ্টি করেছে। জানা গেছে, আজ চন্দননগর পুলিশ কমিশনারের পদ থেকে পদত্যাগ করেন এই হুমায়ুন কবীর। যেখানে তার জায়গায় নতুন দায়িত্বে আসছেন গৌরব শর্মা। আগামীকাল শনিবার সকাল 10 টায় নতুন দায়িত্ব নেবেন গৌরববাবু। কিন্তু হঠাৎ করে কেন হুমায়ুন কবীর তার পদ থেকে ইস্তফা দিলেন! এখন তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। তাহলে কি এই শীর্ষ প্রশাসনিক কর্তা বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন? তাই তিনি তার প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করলেন! আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - বিশ্লেষকরা বলছেন, বর্তমানে রাজনীতিবিদদের ইস্তফা যেমন জল্পনা তৈরি করেছে, ঠিক তেমনই প্রশাসনিক শীর্ষকর্তার এই পদ থেকে ইস্তফা নয়া সমীকরণের সৃষ্টি করল। অনেকেই বলতে শুরু করেছেন, তাহলে কি হুমায়ুন কবীর রাজনীতিতে পা রাখবেন! তাই পুলিশ কমিশনারের মত দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন তিনি? তবে এখন পর্যন্ত এই ব্যাপারে সুস্পষ্ট কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রবীর ঘোষালের মত হেভিওয়েট নেতাদের নিয়ে যখন চর্চা চলছে, তখন চন্দননগরের পুলিশ কমিশনার পদ থেকে হুমায়ুন কবীরের ইস্তফা রীতিমত গুঞ্জন বাড়িয়ে দিল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -