এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > রাজ্যে বিজেপির বাড়বাড়ন্তে দায়ী মমতা? বিস্ফোরক অভিযোগ সূর্যকান্তর!

রাজ্যে বিজেপির বাড়বাড়ন্তে দায়ী মমতা? বিস্ফোরক অভিযোগ সূর্যকান্তর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনে প্রধান লড়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। সেদিক থেকে এই লড়াইয়ে কিছুটা হলেও পিছিয়ে পড়েছে বামফ্রন্ট, কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল। বিভিন্ন বিধানসভা কেন্দ্রের চর্চা চলছে তৃণমূল প্রার্থী নাকি বিজেপি প্রার্থী এগিয়ে! তবে বর্তমানে বামফ্রন্টের জায়গা দখল করে বিরোধী স্থানে থাকা বিজেপি এবং শাসক পক্ষে থাকা তৃণমূলকে চাপে ফেলতে বিন্দুমাত্র সুযোগ হাতছাড়া করতে নারাজ বামফ্রন্ট।

বিভিন্ন সময়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সমঝোতার ব্যাপারে অভিযোগ করতে দেখা গেছে তাদের। আর এবার নির্বাচনী সভা থেকে একদিকে যেমন বিজেপিকে আক্রমণ, তেমনই রাজ্যে বিজেপির উত্থানের জন্য যে তৃণমূল কংগ্রেস দায়ী, সেই কথা স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। যার জন্য সরাসরি তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে দেখা গেল তাকে।

সূত্রের খবর, এদিন পশ্চিম মেদিনীপুর ডেবরায় দলীয় প্রার্থীর সমর্থনে একটি জনসভায় উপস্থিত হন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। আর সেখানেই নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তুলে ধরে বিজেপির এরাজ্যে উত্থানের জন্য সুযোগ দিয়েছেন বলে অভিযোগ করতে দেখা যায় এই হেভিওয়েট নেতাকে।

তিনি বলেন, “গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের বংশধরদের আমাদের মুখ্যমন্ত্রী দেশপ্রেমিক বলে সার্টিফিকেট দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীকে ওরা মা দুর্গা বলেছেন। এবার নাড্ডা যদি এসে গাড্ডায় পড়েন, তাহলে বুঝবেন, মা দুর্গার জন্য পড়েছেন। মুখ্যমন্ত্রী এখন এত লাফাচ্ছেন কেন? দেশপ্রেমিকদের তো আপনি ডেকেছিলেন কমিউনিস্টদের হাত থেকে বাংলাকে উদ্ধার করার জন্য।” বলা বাহুল্য, গত লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় 18 টি আসন দখল করার পরেই বামেদের আরও শক্তিশালী হওয়ার বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বামের ভোট বৃদ্ধি হলে বিজেপি যে এত বেশি আসন পেত না, তা বুঝতে পেরেছিল তৃণমূল কংগ্রেস। আর তারপর থেকেই বিজেপি বিরোধী অন্যান্য রাজনৈতিক দলের প্রতি সুর নরম করতে শুরু করে ঘাসফুল শিবির। কিন্তু এবার অতীতের কথা তুলে ধরে বিজেপিকে রাজ্যে সুযোগ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে শোরগোল তুলে দিলেন সিপিএমের সূর্যকান্ত মিশ্র।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, সূর্যকান্ত মিশ্র এই ধরনের মন্তব্য করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একে অপরের পরিপূরক। এক্ষেত্রে বামেদের বিকল্প যে কেউ নেই, তা নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই সিপিএম নেতা।

অর্থাৎ নির্বাচনে যখন তৃণমূল এবং বিজিপির মধ্যেই প্রধান লড়াই হবে বলে সকলে ধরে নিচ্ছে, তখন সেই লড়াই থেকে যে কোনো মতেই নিজেদেরকে পিছিয়ে রাখা যাবে না, তা বুঝতে পেরেই এবার দুই দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করতে শুরু করেছে বাম নেতৃত্ব। এদিন সূর্যকান্ত মিশ্রের গলাতেও তার বহিঃপ্রকাশ শোনা গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!