এখন পড়ছেন
হোম > জাতীয় > বিতর্কিত মন্তব্য করে ফের বিপাকে রাজ্যপাল, জেনে নিন বিস্তারিত

বিতর্কিত মন্তব্য করে ফের বিপাকে রাজ্যপাল, জেনে নিন বিস্তারিত


বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসতে দেখা গেছে তাকে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে, বিতর্ক শব্দটার সঙ্গে সেই তথাগত রায়ের নাম যেন সমার্থক হয়ে গিয়েছিল। বিভিন্ন মহল থেকে তার বিভিন্ন মন্তব্যের সমালোচনা করা হলেও তিনি বিতর্ক থেকে সরে আসেননি।

কিছুদিন আগেই বাঙালি মেয়েদের “বার ডান্সার” বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন সেই মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। আর এবার ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে রীতিমতো ক্রোধের কারণ হয়ে উঠলেন সেই তথাগতবাবু।

কিন্তু রাজ্য রাজনীতি ও সামাজিক বিষয় নিয়ে বিভিন্ন সময় নানা বিতর্কিত মন্তব্য করা তথাগত রায় হঠাৎ ক্রীড়া ময়দানের ব্যক্তিদের কাছে বিরাগভাজন হলেন কেন! প্রসঙ্গত, আগামী 1 আগস্ট ইস্টবেঙ্গল ক্লাব শতবর্ষে পা দিচ্ছে। আর যখন সেই আনন্দে লাল হলুদ সমর্থকরা গা ভাসাতে শুরু করেছে, ঠিক তখনই ইস্টবেঙ্গলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মেঘালয়ের রাজ্যপাল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, মঙ্গলবার একটি টুইট করে মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় ইস্টবেঙ্গলের সমর্থকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, “পশ্চিমবঙ্গে থেকে ইস্টবেঙ্গল ক্লাবকে সমর্থন কেন! এখানে থেকে কি করে আপনারা ইস্টবেঙ্গলকে সমর্থন করেন!” আর তথাগত রায়ের এই মন্তব্যকে কেন্দ্র করেই শুরু হয় বিতর্ক। কে কোন ক্রীড়ামহলকে সমর্থন করবে! এবার কি তাও ঠিক করে দেবেন তথাগত বাবু! তা নিয়ে প্রশ্ন করতে থাকেন একাংশ।

এদিকে পরিস্থিতি বেগতিক হতে পারে অনুধাবন করে পরে ফের ড্যামেজ কন্ট্রোল স্বরূপ আরও একটি টুইট করেন মেঘালয়ের রাজ্যপাল। যেখানে তিনি লেখেন, “ভাষার সমস্যা হতেই পারে। বিদেশী ভাষা তো! যদি আমি 5 মিনিটের জন্য ঠান্ডা মাথায় ভাবি, ওয়েস্টবেঙ্গলে থেকে কেন আমি ইস্টবেঙ্গল সমর্থক! তাহলেই সত্যটা বেরিয়ে আসবে। আমার বাড়ি পূর্ব বাংলায় ছিল, কিন্তু সেখানে আমার যাওয়ার কোনো অধিকার নেই। তাই আমার বক্তব্য, এই কথাটা যেন আমরা বাঙালরা কখনও ভুলে না যাই‌।”

তবে লাল হলুদ সমর্থকদের প্রশ্ন, একটি ক্লাবের নাম ইস্টবেঙ্গল হলে কেন পশ্চিমবাংলায় বসে তাকে সমর্থন করা যাবে না! কেন এর জন্য তথাগত রায়ের কুদৃষ্টিতে পড়তে হবে ইস্টবেঙ্গল ক্লাব সমর্থকদের! তাহলে কি মানুষের স্বাধীনতাতেও হস্তক্ষেপ করবেন মেঘালয়ের রাজ্যপাল! সব মিলিয়ে তথাগত রায়ের ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে মন্তব্যের জেরে জোর সমালোচনা সব মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!