এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্য সরকার-রাজ্যপাল দ্বন্দ্বের আবহে আদতে রাজনৈতিক ফায়দা কার?

রাজ্য সরকার-রাজ্যপাল দ্বন্দ্বের আবহে আদতে রাজনৈতিক ফায়দা কার?


 

কোনো একটা পরিবারের কর্তা এবং গিন্নির মধ্যে বিবাদ হলে পরিবারের শান্তি বিঘ্নিত হয়। ঠিক তেমনই কোনো একটি রাজ্যের ক্ষেত্রে প্রশাসনিক এবং সাংবিধানিক পদের মধ্যে যদি দড়ি টানাটানি শুরু হয়, তাহলে সেই রাজ্য অশনিসংকেত দেখতে শুরু করে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বর্তমানে বঙ্গ রাজনীতিতেও এই অশনিসংকেত প্রত্যক্ষ করছেন একাংশ। রাজ্যের রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে তার দূরত্ব লক্ষ্য করা যায়। কখনও যাদবপুরে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে উদ্ধার করতে যাওয়ার ঘটনা, আবার কখনও জিয়াগঞ্জ কাণ্ড নিয়ে উষ্মা প্রকাশ করে সরকারের অস্বস্তিকে বাড়িয়ে দিয়েছিলেন রাজভবনের প্রধান ব্যক্তি। তবে আক্রমণটা শুধু একতরফা হয়নি।

রাজ্যপাল তার মত জানালে পাল্টা নজিরবিহীনভাবে এই ব্যাপারে সরকারের তরফে কখনও পার্থ চট্টোপাধ্যায়, আবার কখনও বা সুব্রত মুখোপাধ্যায় সেই রাজ্যপালকে আক্রমণ করেন। যার ফলে বিতর্ক আরও ঘনীভূত হতে শুরু করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু রাজভবন বনাম নবান্নের সম্পর্ক যে এর ফলে তিক্ত থেকে তিক্ততর হতে চলেছে, সেই ব্যাপারে নিশ্চিত ছিল প্রায় প্রত্যেকেই। যদিও বা কালিপুজোতে মুখ্যমন্ত্রীর বাড়িতে রাজ্যপালের উপস্থিতি সেই তিক্ত সম্পর্ককে অনেকটাই মধুরতার দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন একাংশ।

কিন্তু সম্প্রতি রাজ্যপাল বনাম সরকারের সম্পর্কের যে করুণ পরিণতি গোটা রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছে, তাতে আদতে কার লাভ? বিশ্লেষকদের একাংশ বলছেন, বর্তমানে বিজেপি রাজ্যে তাদের প্রভাব বাড়াতে শুরু করেছে। ফলে রাজ্য বনাম রাজ্যপালের যে তিক্ত সম্পর্ক সৃষ্টি হয়েছে, তাতে বিজেপি শাসক দলকে এই ব্যাপারে কটাক্ষ করে সাধারণ মানুষের সমর্থন নিজেদের দিকে টানতে পারেন।

কেননা রাজ্যের মানুষ কখনই চান না, প্রশাসনিক বনাম সাংবিধানিক স্তম্ভের মধ্যে দূরত্ব তৈরি হোক। তাই রাজ্যে সরকার বনাম রাজ্যপালের তিক্ততার ঘটনা এবং তাকে কেন্দ্র করে বিরোধী দল বিজেপি যেভাবে সরকারের বিরুদ্ধে সরব হয়েছে, তাতে তৃণমূল এখানে অনেকটাই বিপাকে পড়বে বলে মত বিশ্লেষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!