এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদ নিয়ে ধাক্কা খেয়ে সমঝোতার পথে তৃণমূল নেত্রী?

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদ নিয়ে ধাক্কা খেয়ে সমঝোতার পথে তৃণমূল নেত্রী?


রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের প্রার্থী নিয়ে আলোচনা শুরু করে প্রথমেই ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নীতি আয়োগের বৈঠকে দিলী সফর কালে অন্ধ্রপ্রদেশ, কেরল, কর্ণাটক সহ দিল্লীর মুখ্যমন্ত্রীর সাথে এই প্রসঙ্গে আলোচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে সুখেন্দুশেখর রায়ের নাম প্রস্তাব করেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থীকে প্রত্যক্ষ সমর্থনের ক্ষেত্রে বাম শিবিরের প্রবল আপত্তি রয়েছে । তাঁদের মতে দেশের জাতীয় দল কংগ্রেস মনোনীত প্রার্থীকে সমর্থনের ক্ষেত্রে কোনো আপত্তি নেই। যদিও তৃণমূল কংগ্রেস দলের সূত্রে জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের প্রার্থী হিসেবে কে প্রতিদ্বন্দ্বীতা করছেন সেই বিষয়ে কোনো ব্যক্তিগত পছন্দ নেই । ফলাফলে বিশ্বাসী দলনেত্রীর একমাত্র লক্ষ্য বিরোধী শিবিরের গ্রহণযোগ্য যে কোনো নাম দিয়ে বিজেপিকে পরাজিত করা।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

উল্লেখ্য দেশের বর্তমান পরিস্থিতির নিরিখে রাজ্যসভায় এখন বিজেপি সদস্যের সংখ্যা সবচেয়ে কম। বেঙ্কাইয়া নায়ডু চেয়ারম্যান হওয়ার পর ডেপুটি চেয়ারম্যান পদটি বিরোধীদের কাছে মূল্যবাণ হয়ে উঠেছে। চলতি মাসে ঐ পদে পি জে কুরিয়নের মেয়াদ সমাপ্ত হচ্ছে। আগামী অধিবেশনের আগেই ঐ পদে নতুন কাউকে নির্বাচিত করতে হবে। সেই কারণেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি স্বভাবতই তৎপর হয়ে উঠেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!