এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যসভা ভোটের সময় শুধু ‘হাত কাঁপিয়ে’ জল্পনা বাড়ালেন তৃণমূল বিধায়ক

রাজ্যসভা ভোটের সময় শুধু ‘হাত কাঁপিয়ে’ জল্পনা বাড়ালেন তৃণমূল বিধায়ক

রাজ্যসভা ভোটের সময় শুধু ‘হাত কাঁপিয়ে’ জল্পনা বাড়ালেন তৃণমূল বিধায়ক। করা নির্দেশ ছিল আগে থেকেই যেন ঠিক জায়গায় ভোট পরে। এর জন্য দ্বায়ীত্বে থাকা বিধায়করা খুব যত্ন সহকারে সেই দ্বায়িত্ত্ব পালন করছিলেন কিন্তু বাদ সাধলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি। কবর এলো ভোট দিতে গিয়ে হাত কেঁপে গিয়েছে ফলে ভোট নষ্ট হয়ে গেছে।এই খবর শুনে মাথায় হাত দিয়ে বসে পড়েন এই অংশের দায়িত্বে থাকা সমীর চক্রবর্তী।তাঁর ভোট দেওয়ার কথা ছিল নাদিমুল হককে। অসুস্থতার কারণে তাঁর হাত কেঁপে গিয়েছে ফলে সাথে সাথেই শুরু হয়ে যায় জল্পনা দলের মধ্যে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জল্পনার কারণ হলো এদিকে বিজেপির দাবি আগামী লোকসভায় বিজেপি মেদিনীপুরে শক্তি অনেকটাই বাড়াবে আর শুধু তাই নয় সেখান থেকে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ লড়বেন। ফলে জল্পনা এমনি তবে কি ভেতরে ভেতরে বিজেপি হয়ে গেসেহন এই বর্ষীয়ান নেতা। জল্পনা আরো বেড়েছে নেত্রীর কথায়।অসুস্থতার কারণে তাঁর হাত কেঁপে গিয়েছে ফলে ভোট নষ্ট হয়েছে শুনে খুশি হননি নেত্রীও। তিনি বলেছেন, ”ভোটের সময়ই হাত কাঁপে! অন্য সময় তো হয় না।” ফলে জল্পনা ফের শুরু হয়েছে যে কোনো মতেই নেত্রীও মানতে চাইছেন না যে অসুস্থতার কারণে হাত কেঁপে গিয়েছে। সবটাই ইচ্ছাকৃত বলে মত সবার। ফলে জল্পনা আরো বেড়েছে। এদিকে এখন আবার আর একটি আশঙ্কা করছে রাজনৈতিক মহল। তা হলো নেত্রী অখুশি তা তো স্পষ্ট তবে এবার কি মৃগেনবাবুকে দল রাখবে তো দ্বায়িত্বে নাকি চাটতে চলেছেন তাঁকে .পাশাপাশি দল তাঁকে চাটলে কি বিজেপিতে যাবেন তিনি। সব মিলিয়ে “একটা হাত কাঁপা -ভোট নষ্ট” অনেককিছু ভবিষ্যৎ জল্পনা বাড়িয়ে দিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!