এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যের বিড়ম্বনা বাড়িয়ে বড় পদক্ষেপ সিবিআইয়ের, আদালতের নির্দেশের অপেক্ষা!

রাজ্যের বিড়ম্বনা বাড়িয়ে বড় পদক্ষেপ সিবিআইয়ের, আদালতের নির্দেশের অপেক্ষা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2021 এর বিধানসভা নির্বাচন চলাকালীন কোচবিহারের শীতলকুচি বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে বেশ কিছু ব্যক্তি প্রাণ হারায়। আর তারপর থেকেই গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই এই ব্যাপারে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হয়েছে রাজ্য সরকার। তদন্তভার দেওয়া হয়েছে সিআইডির ওপর। তবে বারবার এই ঘটনার তদন্ত করছে রাজ্যকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কিন্তু রাজ্যের পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। আর এই পরিস্থিতিতে এবার আদালতের শরণাপন্ন হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যার ফলে এই শীতলকুচির ঘটনা নিয়ে এবার সিবিআই আদালতের অনুমতি পেলে তদন্ত শুরু করে দিতে পারে বলেই মনে করছেন একাংশ।

সূত্রের খবর, শীতলকুচিতে গুলি চালনার ঘটনার পর থেকেই সিবিআই তাদের তৎপরতা শুরু করেছে। সম্প্রতি এই ব্যাপারে কলকাতা হাইকোর্টের নিজেদের বক্তব্য জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে, শীতলকুচির ঘটনা নিয়ে তারা তদন্ত করতে চায়। কিন্তু তিনবার রাজ্যকে এই ব্যাপারে চিঠি পাঠালেও রাজ্য কোনো প্রতিক্রিয়া দেয়নি। আর এই পরিস্থিতিতে আদালতের পদক্ষেপ এবং অনুমতির অপেক্ষায় রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাহলে কি এবার শীতলকুচির ঘটনাতেও সিবিআই তদন্ত করতে নির্দেশ দেবে আদালত!

জানা গিয়েছে, ইতিমধ্যেই এই ব্যাপারে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে সিবিআইয়ের চিঠি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খুব দ্রুত এই মামলার শুনানিতে আদালত নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি এই ঘটনাতেও সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত, তাহলে যথেষ্ট চাপে পড়ে যাবে রাজ্য সরকার। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!