এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যে আইনের শাসন বলবৎ, বিধানসভায় প্রমান দিলেন মমতা!

রাজ্যে আইনের শাসন বলবৎ, বিধানসভায় প্রমান দিলেন মমতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বারবার বিরোধীরা অভিযোগ করে, রাজ্যে আইনের শাসন নেই। এক্ষেত্রে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির মুখে পৌঁছে গিয়েছে বলে সাম্প্রতিককালে দুই কাউন্সিলরের মৃত্যুর ঘটনাকে হাতিয়ার করেছে বিরোধী রাজনৈতিক দল বিজেপি।

বিধানসভার ভেতরে এবং বাইরে এই বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে বিরোধীরা। যার জেরে চাপে পড়ে গিয়েছে সরকার। আর এই পরিস্থিতিতে এবার বিধানসভায় জবাবী ভাষণ দিতে গিয়ে রাজ্যে যে আইনের শাসন যথেষ্ট রয়েছে, তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আজ বিধানসভায় জবাবী ভাষণ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে দুই কাউন্সিলরের মৃত্যু নিয়ে বক্তব্য রাখেন তিনি। এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “অনুপম ভালো ছেলে। মারা গিয়েছে। আর ঝালদায় কাউন্সিলরের মৃত্যুর ঘটনায় একজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে।” বিশেষজ্ঞরা বলছেন, মুখ্যমন্ত্রী এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট করে দিলেন, তৃণমূল কর্মীদের রেয়াত করা হয় না।

এক্ষেত্রে যারা অন্যায় করবে, তাদের যে শাস্তির মুখে পড়তে হয়, তা বুঝিয়ে দিয়ে আইনের শাসন রাজ্যে বলবৎ বলে বোঝানোর চেষ্টা করলেন বাংলার প্রশাসনিক প্রধান। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!