রাজ্যে আর হবে না বিদ্যুতের ঘাটতি, কমে যাবে দাম? বিরাট ঘোষণা মমতার! কলকাতা রাজনীতি রাজ্য February 18, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে মাঝেমধ্যেই কটাক্ষ করতে দেখা যায় বিরোধীদের। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজ বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে দেউচা পাচামির প্রকল্পের কথা তুলে ধরে বিদ্যুতের ঘাটতি যে আর হবে না, তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এক্ষেত্রে ভবিষ্যতে বিদ্যুতের দাম কমে যাবে বলেও জানিয়ে দিলেন তিনি। প্রসঙ্গত, এদিন বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি বলেন, “এই দেউচা পাচামি প্রোজেক্ট হয়ে গেলে ১০০ বছর আর কোনো বিদ্যুতের ঘাটতি হবে না। আর শুনতে হবে না, লোডশেডিংয়ের সরকার, আর নেই দরকার। এক্ষেত্রে বিদ্যুতের দামও কমে যাবে। মনোপলি কমে যাবে।” আপনার মতামত জানান -