এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যে বিনিয়োগে বড়সড় ছাড়পত্র, পার্থর বার্তায় আশায় শিল্পমহল!

রাজ্যে বিনিয়োগে বড়সড় ছাড়পত্র, পার্থর বার্তায় আশায় শিল্পমহল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ নেই, এই অভিযোগ দীর্ঘদিনের। বর্তমান তৃণমূল সরকার নিজেদের শিল্প দরদী সরকার বলে দাবি করলেও, বারবার তাদের উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে। সেভাবে 10 বছর সময় পেরিয়ে যাওয়ার পরেও রাজ্যে তৃণমূল সরকারের আমলে বড় কোনো শিল্প স্থাপন হতে দেখা যায়নি বলে অভিযোগ বিরোধীদের। তবে তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই নতুন করে শিল্প স্থাপনের জন্য উদ্যোগ নিতে দেখা যাচ্ছে রাজ্যের তৃণমূল সরকারকে। এক্ষেত্রে শিল্প স্থাপনে যাতে বিনিয়োগকারীদের কোনো রকম সমস্যার মুখে পড়তে না হয়, তার জন্য বারবার বার্তা দিচ্ছে রাজ্য সরকার। আর এবার এই ব্যাপারে আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

সূত্রের খবর, বৃহস্পতিবার বণিকসভা অ্যাসোচেমের একটি সভা অনুষ্ঠিত হয়। আর সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যেখানে শিল্প নিয়ে রাজ্য সরকারের যে সদর্থক ইচ্ছা রয়েছে, তা জানিয়ে দেন তিনি। আর তারপরেই ছাড়পত্র পেতে যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য শিল্প সংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটি গঠনের কথা জানান শিল্পমন্ত্রী। এদিন এই প্রসঙ্গে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিল্প সংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটি তৈরি হয়েছে। সেই কমিটি প্রতি মাসে বৈঠক করবে। অতীতে ছাড়পত্র পাওয়া নিয়ে যদি কেউ সমস্যার মুখে পড়ে থাকেন, তাহলে এবার আর তা হবে না।” স্বভাবতই সরকারের উদ্যোগ নিয়ে শিল্পমন্ত্রীর এই বক্তব্য যে কিছুটা হলেও খুশির হাওয়া তৈরি হয়েছে বিনিয়োগ কারীদের মধ্যে, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের মতে, এই ছাড়পত্র পাওয়া নিয়ে বারবার অভিযোগ উঠেছে। এক্ষেত্রে ছাড়পত্র পেতে সমস্যা থাকার কারণে রাজ্যে শিল্পবান্ধব পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের ইচ্ছার অভাব লক্ষ্য করা গিয়েছে বলে দাবি করতেন একাংশ। তবে অবশেষে সেই সমস্যা নিরসনে এগিয়ে এলো রাজ্য সরকার। এদিন শিল্পমন্ত্রীর কথার মধ্যে দিয়ে তা আরও একবার স্পষ্ট হল বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, শিল্পমন্ত্রীর এই বার্তার পরে কতটা এগিয়ে আসেন বিনিয়োগকারীরা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!