এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > রাজ্যে চালু হচ্ছে একাধিক কেন্দ্রীয় প্রকল্প ! আচ্ছে দিনের বার্তা বিজেপি সাংসদের !

রাজ্যে চালু হচ্ছে একাধিক কেন্দ্রীয় প্রকল্প ! আচ্ছে দিনের বার্তা বিজেপি সাংসদের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্বের হেভিওয়েট নেতা নেত্রীদের মুখে বলতে শোনা গিয়েছিল যে আব আয়েগা আচ্ছে দিন ।  যদিও এই প্রসঙ্গে বর্তমানে রাজ্যের শাসকদল দাবী করে বিজেপি আচ্ছে দিনের কথা মুখে বললেও কার্যত তা হয় না । তবে এবার রাজ্যে সেই আচ্ছে দিনের আশার বার্তা শোনা গেল কেন্দ্রীর সদিচ্ছাতে সাংসদ দেবশ্রী চৌধুরীর সাংবাদিক বৈঠকে থেকে । সূত্রের খবর এদিন রায়গঞ্জ লোকসভায় কেন্দ্রের অধীনে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিসংখ্যান নিয়ে সাংবাদিক বৈঠক করলেন সাংসদ দেবশ্রী চৌধুরী।

আজ শুক্রবার রায়গঞ্জে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে বসে সাংসদ দেবশ্রী চৌধুরী এক এক করে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কাজের তথ্য তুলে ধরেন। যেখানে তিনি জানান যে ইতিমধ্যে জেলাবাসীর মূল দাবী মেনে দিনের ট্রেন চালু হয়ে গিয়েছে এবং আগামী ৭ তারিখ নতুন করে ডিএমইউ চালু হচ্ছে। সেই সঙ্গে খুব দ্রুত রায়গঞ্জে চালু হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিস।

এরই পাশাপাশি রায়গঞ্জে স্পোর্টস কমপ্লেক্স, নোটিফায়েড হেলিপ্যাড, হেমতাবাদে আন্তর্জাতিক হাট ও রাধিকাপুরে আন্তর্জাতিক বানিজ্যকেন্দ্র গড়ার প্রক্রিয়া চলছে বলে জানান সাংসদ। এইমস প্রসঙ্গে তিনি জানান, ‘একবার প্রকল্প ঘুরে যাওয়ার পর এ জেলায় এইমস হওয়া কোনও ভাবেই সম্ভব নয়। যদিও চেষ্ঠা অব্যাহত রয়েছে।’ সবমিলয়ে আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!