এখন পড়ছেন
হোম > জাতীয় > “রাজ্যে করোনা ছড়িয়ে হাসপাতালে ভর্তি যোগী” বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক ফিরহাদ, পাল্টা কটাক্ষ বিজেপির!

“রাজ্যে করোনা ছড়িয়ে হাসপাতালে ভর্তি যোগী” বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক ফিরহাদ, পাল্টা কটাক্ষ বিজেপির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের মধ্যে রাজ্যে হু হু করে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের প্রকোপ। ইতিমধ্যেই বেশ কয়েকজন প্রার্থী এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুধু তাই নয়, মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। স্বাভাবিক ভাবেই চিন্তা ক্রমশ বাড়ছে। নির্বাচনের মধ্যে প্রচার, মিটিং, মিছিলকে কেন্দ্র করে সেই করোনা ভাইরাস আরও বাড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আর এই পরিস্থিতিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বিজেপির বিরুদ্ধে বহিরাগত এনে বাংলায় করোনা ভাইরাস আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেছে। আর এবার নেত্রীর দেখানো পথে হেঁটেই উত্তরপ্রদেশে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কথা তুলে ধরে বিজেপির বিরুদ্ধে বাংলায় করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে সরব হলেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম।

সূত্রের খবর, বৃহস্পতিবার মুর্শিদাবাদের কান্দি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে একটি জনসভা করে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য বিজেপিকে দায়ী করেন তিনি। এক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ফিরহাদ হাকিম।

তিনি বলেন, “রাজ্যে 8 দফা নির্বাচন কার স্বার্থে? এটা করে করোনা সংক্রমণ বৃদ্ধি করল কে? অসমের মত এই নির্বাচনের হতে পারত। কিন্তু তা হল না কেন? বাইরের নেতা নিয়ে বাংলায় করোনা পরিস্থিতির সৃষ্টি করল কে? নির্বাচন কমিশন আর বিজেপি এই সমস্ত কিছু করেছে। ছোট ছোট দলকে দোষ দিলে হবে না। রাঘোব বোয়ালরা সব খাবে? কেন আট দফায় নির্বাচন? তিন থেকে চার দফায় হলে কোনো সমস্যা থাকত না। যোগীজী কত জনের মধ্যে সংক্রমণ ছড়িয়ে নিজে ভর্তি হয়ে গেছেন? কেন এইসব করাচ্ছে বিজেপি?”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ একদিকে নির্বাচন প্রক্রিয়াকে 8 দফায় নিয়ে যাওয়া নিয়ে যেমন প্রশ্ন তুললেন ফিরহাদ হাকিম, ঠিক তেমনই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী করোনা আক্রান্ত হওয়ার পর তিনি বাংলায় সভা করতে এসে কতজনকে আক্রান্ত করেছেন করোনা ভাইরাসে, তা নিয়েও প্রশ্ন তুলতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই তৃণমূল নেতাকে। স্বাভাবিক ভাবেই ফিরহাদ হাকিমের মন্তব্যকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি যে যথেষ্ট বেকায়দায় পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে বিজেপির অন্যান্য প্রদেশের নেতারা রাজ্যে এসে প্রচার করা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক্ষেত্রে করোনা ভাইরাস রাজ্য যখন বাড়ছে, তখন সরাসরি বিজেপিকে দায়ী করেছেন তিনি। আর এবার সেই একই কথা বলে শোরগোল তুলে দিলেন ফিরহাদ হাকিম। যে ঘটনাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে।

এদিন এই প্রসঙ্গে দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সভাপতি গৌরীশঙ্কর ঘোষ বলেন, “তৃণমূল মুর্শিদাবাদ জেলাতে ধরাশায়ী হবে। তাই ফিরহাদ হাকিম ভুল কথা বলছেন। আগামী দিনে সোনার বাংলা তৈরি হবে।” তবে যে যাই বলুন না কেন, ভোটের মধ্যে করোনা ভাইরাস বৃদ্ধি নিয়েও রাজনৈতিক তরজা যে চরম আকার ধারণ করেছে, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!