রাজ্যে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, আদালতে পেশ করলো পুলিশ! জেনে নিন! আন্তর্জাতিক জাতীয় রাজনীতি November 14, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে অনুপ্রবেশ নিয়ে মাঝেমধ্যেই সোচ্চার হয় বিজেপি। তারা অভিযোগ করে যে, এই রাজ্যে প্রচুর অনুপ্রবেশকারী ঢুকতে শুরু করেছে। তবে প্রশাসনের সেদিকে নজর নেই বলেই অভিযোগ বিরোধীদের। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার ৮ বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করলো এই রাজ্যের পুলিশ। সূত্রের খবর, এদিন খড়দহ থেকে ৮ বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে খড়দহ থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের প্রত্যেকেই বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা। তবে এই ৮ জন অনুপ্রবেশকারীকে খড়দহের তিন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজকেই তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -