এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যে কি খুলতে চলেছে প্রাথমিক স্কুলের দরজা! আশার আলো মমতার কথায়!

রাজ্যে কি খুলতে চলেছে প্রাথমিক স্কুলের দরজা! আশার আলো মমতার কথায়!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রায় দুই বছর ধরে স্কুলের মুখ দেখতে পায়নি প্রাথমিকের পড়ুয়ারা। ইতিমধ্যেই করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার কারণে পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা পাড়ায় শিক্ষালয়ের মধ্য দিয়ে স্কুলে যাচ্ছে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ক্লাস হচ্ছে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের। কিন্তু প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর ভবিষ্যৎ কি, তা কেউ জানে না। অভিভাবকদের পক্ষ থেকে অবিলম্বে প্রাথমিক স্কুল খুলে দেওয়ার দাবি জানানো হচ্ছে। আর এই পরিস্থিতিতে প্রাথমিক স্কুল খোলা নিয়ে বড়সড় আশার বাণী শোনালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জমির নিঃশর্ত দলিল প্রদান অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে প্রাথমিক স্কুল খোলা নিয়ে মন্তব্য করেন তিনি। এদিন এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এবং করোনা পরিস্থিতি ঠিক হয়ে গেলে বিদ্যালয়গুলোর সঙ্গে কথা বলে প্রাথমিকের ক্লাস নিয়ে চিন্তাভাবনা করা হবে। শুনছি করোনা ভাইরাসের একটা নতুন স্ট্রেইন আসছে। যদি তা না আসে, তাহলে প্রাথমিক স্কুলে 50 শতাংশ হাজিরা দিয়ে ক্লাস শুরু হবে। সমস্তটা দেখে নিয়ে এই ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।”

বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা অত্যন্ত আশা জাগাচ্ছে অভিভাবক অভিভাবিকাদের মধ্যে। কেননা বর্তমানে করোনা পরিস্থিতিতে সবথেকে বেশি ক্ষতি হয়েছে শিক্ষাক্ষেত্রের। তাই অবিলম্বে সমস্ত ক্লাস চালু করা উচিত বলে নানা মহল থেকে দাবি উঠছে। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!