এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যে নির্বাচন নিয়ে বড়সড় সিদ্ধান্ত কমিশনের, বিপাকে তৃণমূল!

রাজ্যে নির্বাচন নিয়ে বড়সড় সিদ্ধান্ত কমিশনের, বিপাকে তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনা ভাইরাস যখন ভয়াবহভাবে বাড়তে শুরু করেছে, তখন শেষ দুই দফার নির্বাচনে একসঙ্গে করা হোক বলে দাবি করতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে এই ব্যাপারে আবেদন জানিয়েছিল। স্বাভাবিক ভাবেই তাহলে কি ষষ্ঠ দফার নির্বাচনের পর সপ্তম ও অষ্টম দফার নির্বাচনে একসাথে হতে চলেছে, তা নিয়ে তৈরি হয়েছিল গুঞ্জন।

অবশেষে এই ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল নির্বাচন কমিশন। এক্ষেত্রে তৃণমূলের আবেদনকে সম্পূর্ণরূপে খারিজ করে দিয়ে কোনোভাবেই শেষ বেলায় এসে আর একসাথে নির্বাচন করা সম্ভব নয় বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। স্বাভাবিক ভাবেই কমিশনের এই সিদ্ধান্তে তৃণমূলের আবেদন যে সম্পূর্ণরূপে খারিজ হয়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না।

সূত্রের খবর, আজ কমিশনের পক্ষ থেকে তৃণমূলের এই চিঠির পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান জানিয়ে দেওয়া হয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, শেষ দুই দফার ভোট কোনোমতেই এক সঙ্গে করানো সম্ভব হবে নয়। কেননা এমনিতেই করোনা ভাইরাসের কথা মাথায় রেখে 2016 সালের নির্বাচনের তুলনায় এই বছর 11 দিন কমিয়ে আনা হয়েছে। নির্বাচনের সূচি অনেক আগে থেকে পরিকল্পনা করে তৈরি করা হয়। তাই নিয়ম অনুযায়ী মনোনয়ন জমা থেকে ভোটের দিনের মধ্যে অন্তত 14 দিনের সময় দিতে হয়। তাই কোনোভাবেই শেষ দফার ভোট এগিয়ে আনা সম্ভব নয়।

বিশ্লেষকরা বলছেন, করোনা ভাইরাসের জন্য তৃণমূলের পক্ষ থেকে শেষ দুই দফার ভোট যাতে একসঙ্গে করানো হয়, তার জন্য কমিশনের কাছে আবেদন জানানো হয়েছিল। এমনিতেই প্রথম থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাংলার নির্বাচন এত টানা করা নিয়ে আপত্তি তুলতে শুরু করেছিল রাজ্যের শাসক দল। এক্ষেত্রে এত লম্বা নির্বাচন করে আদতে মানুষের ক্ষতি হবে বলে দাবি করতে শুরু করেছিল তারা।

পরবর্তীতে করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করার পর দুই দফার ভোট একসঙ্গে করানো উচিত বলে আবেদন করেছিল ঘাসফুল শিবির। কিন্তু এবার তৃণমূলের সেই আবেদনকে কার্যত নাকচ করে দিয়ে নিজেদের যুক্তি উপস্থাপিত করল নির্বাচন কমিশন। সব মিলিয়ে দুই দফার ভোট একসঙ্গে করার জন্য তৃণমূলের আবেদন যে সম্পূর্ণরূপে খারিজ হয়ে গেল, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!