এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যে নতুন কর্মসূচি চালু করতেই মমতাকে ফোন করার আহ্বান সুকান্তর, জেনে নিন!

রাজ্যে নতুন কর্মসূচি চালু করতেই মমতাকে ফোন করার আহ্বান সুকান্তর, জেনে নিন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নতুন কর্মসূচির ঘোষণা করা হয়েছে। যেখানে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে “সরাসরি মুখ্যমন্ত্রী” বলে একটি কর্মসূচীর কথা জানিয়ে দিয়েছেন। যে কর্মসূচিতে সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগের কথা ফোনের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পারবেন। আর সেই ব্যাপারে সাধারণ মানুষকে ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন করার আহ্বান জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিজেপি রাজ্য সভাপতিকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, “সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী কে ফোন করে জিজ্ঞাসা করা উচিত যে, বেকার যুবক-যুবতীরা কেন চাকরি পাচ্ছে না! কেন এত টাকায় চাকরি বিক্রি হচ্ছে! মুখ্যমন্ত্রীর পরিবার যে 35 টি প্লট কিনেছেন, সেটা কিভাবে হয়েছে! এই প্রশ্নগুলো তো মুখ্যমন্ত্রীকে ফোন করে করা উচিত।”

পর্যবেক্ষকদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে নয়া কর্মসূচি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপের মুখে ফেলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। বুঝিয়ে দিলেন, এই নম্বরে ফোন করে সাধারণ মানুষ দুর্নীতির বিষয়ে প্রশ্ন করুক রাজ্যের প্রশাসনিক প্রধানকে। স্বভাবতই নয়া কর্মসূচি চালু করতেই যেভাবে রাজ্যকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি, তাতে কিছুটা হলেও রাজ্য প্রশাসন চাপের মুখে পড়ে গেল বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের‌।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!