এখন পড়ছেন
হোম > রাজনীতি > রাজ্যে শুরু চতুর্থ দফার ভোট গ্রহণ, কোন কোন আসনে হচ্ছে ভোট! জেনে নিন

রাজ্যে শুরু চতুর্থ দফার ভোট গ্রহণ, কোন কোন আসনে হচ্ছে ভোট! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃতীয় দফা নির্বাচনের পর আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের চতুর্থ দফার নির্বাচন। যেখানে পাঁচটি জেলার 44 টি আসনে ভোটগ্রহণ হচ্ছে বলে খবর। যার মধ্যে রয়েছে হাওড়ার 9 টি, আলিপুরদুয়ারের 5 টি, কোচবিহারের 9 টি, দক্ষিণ 24 পরগনার 11 টি এবং হুগলির 10 টি আসনের নির্বাচন। স্বাভাবিক ভাবেই চতুর্থ দফার এই নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতি‌।

প্রথম দুই দফার ভোট শান্তিপূর্ণভাবে হলেও, তৃতীয় দফার নির্বাচন থেকেই রাজ্যে অশান্তির আবহ শুরু হয়েছিল। বিভিন্ন জায়গায় প্রার্থীদের উপর আক্রমণ হতে দেখা গিয়েছিল। তবে চতুর্থ দফার নির্বাচনে যাতে কোনো অশান্তির ঘটনা না ঘটে, তার জন্য সক্রিয় কমিশন। জানা গেছে, আজ চতুর্থ দফার নির্বাচনে প্রায় 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে কলকাতার বুথের 200 মিটার এবং অন্যত্র 100 মিটারের মধ্যে জারি করা হয়েছে 144 ধারা। একাংশ বলছেন, কোনোভাবেই যাতে অশান্তির ঘটনা না ঘটে, তার জন্য রীতিমত সক্রিয় হয়ে উঠেছে নির্বাচন কমিশন। আর তাই চতুর্থ দফার নির্বাচনকে শান্তিপূর্ণ করতে কমিশনের পক্ষ থেকে যে সব সময় নজর রাখা হবে, তা বলাই যায়। একাংশ বলছেন, বিধানসভা নির্বাচন শুরু হওয়ার পর এই প্রথম উত্তরবঙ্গে নির্বাচন হতে চলেছে।

আজ চতুর্থ দফার নির্বাচনে থেকেই উত্তরবঙ্গের নির্বাচন শুরু হয়ে গেল। এতদিন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দফায় দক্ষিণবঙ্গের ভোট হতে দেখা গিয়েছিল। কিন্তু এবার চতুর্থ দফায় উত্তরবঙ্গেও প্রবেশ করে গেল নির্বাচন। স্বভাবতই গণতান্ত্রিক উৎসবে অংশগ্রহণ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ যাতে কোনো অভিযোগ না করেন, তার জন্য সদা সচেষ্ট নির্বাচন কমিশন। সব মিলিয়ে আজ সারাদিন চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব কেমন হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!