রাজ্যে তৃণমূলের ভোটব্যাঙ্কের সমীকরণ কি? শুভেন্দুর মুখে এই তথ্য! জেনে নিন! তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য January 15, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় টিকে আছে তোষনের রাজনীতি এবং ভাতা ভর্তুকি দিয়ে। বারবার করে এই অভিযোগ করতে দেখা গিয়েছে বিরোধী দলকে। আর এবার সেই কথাই আরও একবার তুলে ধরে কি করে ৪৫ শতাংশ ভোট পেয়ে তৃণমূল বাজিমাত করে, তার সমীকরণ ব্যাখ্যা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শুভেন্দুবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস ৩০ শতাংশ মুসলিম ভোট এবং ১৫ শতাংশ ভাতা ভর্তুকি দিয়ে টিকে আছে। মানুষকে ভয় দেখাচ্ছে যে, ভোট না দিলে লক্ষীর ভান্ডার চলে যাবে. এই করে এরা ৪৫ শতাংশ ভোট নিয়ে টিকে আছে। আমরা লড়াই করছি এবং লড়াই করব।” আপনার মতামত জানান -