এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যের আইন মন্ত্রীর রাড়িতে সিবিআই অভিযান ! কলকাতা সহ পৈতৃক বাড়িতেও তলব !

রাজ্যের আইন মন্ত্রীর রাড়িতে সিবিআই অভিযান ! কলকাতা সহ পৈতৃক বাড়িতেও তলব !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  কয়লা পাচার কাণ্ডে তদন্তের জন্য আজ রাজ্যের আইনমন্ত্রী  মলয় ঘটককে বাড়িতে সিবিআই আধিকারিররা অভিযান চালালেন । আজ  বুধবার সকালে মলয় ঘটকের বাড়িতে পৌঁছে যান সিবিআইয়ের গোয়েন্দারা।সুত্রের খব অনুযায়ী জানা যাচ্ছে আসানসোলে মন্ত্রীর পৈতৃক বাড়িত সহ কলকাতার বাড়িতেও তল্লাশি অভিযান চালন তদন্তকারী সংস্থা , আর্থিক লেনদেনের হদিশ পেতেই এই অভিযান বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গ উল্লেখ্য যে এর আগে বেশ কয়েকবার তলব করা হলে আজ শেষমেষ কয়লা পাচারকাণ্ডে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়িতে তল্লাশি চালাতে শুরু করল সিবিআই।  এছাড়া আরো জানা যাচ্ছে যে এদিন কলকাতার আরও তিন জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। তবে সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর সকলের ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!