এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যের চাপ বাড়িয়ে এবার এই ঘটনাতেও কেন্দ্রীয় তদন্ত? শাহ দরবারে সুকান্ত!

রাজ্যের চাপ বাড়িয়ে এবার এই ঘটনাতেও কেন্দ্রীয় তদন্ত? শাহ দরবারে সুকান্ত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি দক্ষিণ 24 পরগনার নোদাখালি এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। আর তারপর থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে সরব হতে শুরু করে বিজেপি। যেখানে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, রাজনৈতিক উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে। আর এই পরিস্থিতিতে এবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রীতিমতো চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। যেখানে এনআইকে দিয়ে তদন্ত করানোর আবেদন জানালেন তিনি। স্বভাবতই এই গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ক্রমশ বাড়তে শুরু করেছে।

সূত্রের খবর, ইতিমধ্যেই এই নোদাখালি বিস্ফোরণের ঘটনায় সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মাঝেই এই ব্যাপারে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। যেখানে তিনি লেখেন, “আমি আবেদন করছি, আপনি এনআইএ তদন্তের নির্দেশ দিন। কেন ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে বারবার বিস্ফোরণ ঘটছে? কারা এর পেছনে রয়েছে, তা খতিয়ে দেখা উচিত।” বলা বাহুল্য, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই চিঠি লিখে তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলে দিতে চাইলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা এই ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তৃণমূলের বর্তমান সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তার লোকসভা কেন্দ্রে কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে, সেই প্রশ্ন তুলে দিয়ে রাজ্যের উপর সুকৌশলে চাপ বাড়ানোর চেষ্টা করলেন রাজ্য বিজেপির সভাপতি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সুকান্তবাবুর এই আবেদনে সাড়া দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি পদক্ষেপ গ্রহণ করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!