এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যের জন্য আরও এক উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের !

রাজ্যের জন্য আরও এক উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  রাজ্যে বেজে গিয়েছে উপনির্বাচনের ঘন্টা ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে 3 কেন্দ্রে এর মধ্যে মুর্শিদাবাদের 2 কেন্দ্রে নির্বাচন এবং ভবানীপুরে উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা ঘোষণা করেছে । আগামী 30 শে সেপ্টেম্বর এই ভোট গ্রহণ পর্ব রয়েছে তবে এরমধ্যে তৈরি হয়েছে ভবানীপুর উপনির্বাচন কেন্দ্রকে নিয়ে আইনি মামলার জট।  আর এরই মধ্যে আজ  সদ্য আবারো রাজ্যের জন্য আরেকবার নির্বাচন ঘোষণা করল ইলেকশন কমিশন ।

জানা গিয়েছে পুজোর আগেই এরাজ্যে হতে চলেছে রাজ্যসভার ভোট আজ বৃহস্পতিবার এরকমই একটি নির্দেশ জারি করল নির্বাচন কমিশন । তবে শুধুমাত্র এরাজ্যে নয় এর পাশাপাশি আরও 4 রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে হতে চলেছে রাজ্যসভার ভোট । এই রাজ্যে একটি রাজ্যসভার আসন ফাঁকা রয়েছে যেখানে বর্তমানের তৃণমূল বিধায়ক মানষ রঞ্জন ভূইয়া  রাজ্যসভার সাংসদ ছিলেন তবে গত মে মাসের 6 তারিখে তিনি সেই সাংসদ পদ থেকে ইস্তফা দেন ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার জন্য একটি পদ শুন্য  হয়ে যায় আর এই পদের জন্য আগামী   4ঠা  অক্টোবর এরাজ্যে রাজ্যসভার ফাঁকা আসনে ভোট পর্ব সেরে নিতে চাচ্ছে ইলেকশন কমিশন । কমিশন জানিয়েছে 22 সেপ্টেম্বর মনোনয়ন জমা হবে 23 শে সেপ্টেম্বর হবে  মনোনয়ন স্ক্রুটিনি এবং  27 তারিখে নাম প্রত্যাহার শেষ দিন আর চৌঠা অক্টোবর  হবে ভোট ।  তবে শুধু বাংলা নয় ,একই দিনে রাজ্যসভার বিভিন্ন আসন যেমন আসামে একটি , তামিলনাড়ুতে দুটি , মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ একটি করে আসনে ভোট হবে ভোট হবে । পুদুচেরীর একটি আসনেও ঐ একই দিনে ভোট হবে । তবে বাংলাই দেখার বিষয় এবার  ঐ ফাকা আসনের জন্য কোন দল কাকে পার্থী হসাবে মনোনিত করে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!