এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যের জন্যই বন্যা পরিস্থিতি? বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর! চাপে তৃণমূল!

রাজ্যের জন্যই বন্যা পরিস্থিতি? বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর! চাপে তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  এবার দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়েও শাসক বনাম বিরোধীদের দরজার সামনে চলে এলো। তবে শাসক-বিরোধী তরজা থেকে বলা ভালো, কেন্দ্র বনাম রাজ্যের তরজা শুরু হয়ে গেল এই বন্যা পরিস্থিতি নিয়ে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে ডিভিসির জল ছাড়াকে দায়ী করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রের জন্যেই এই ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

তবে পশ্চিমবঙ্গের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি অবশ্য রাজ্যের এই বক্তব্যকে মানতে নারাজ। যার পরিপ্রেক্ষিতে পাল্টা এবার রাজ্যের ঘাড়ে দোষ চাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং প্রশাসনের বিড়ম্বনা বাড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্য বিধানসভায় বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যাকে কেন্দ্র করে রীতিমতো সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।

প্রসঙ্গত, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিদর্শন করার পর ডিভিসির জল ছাড়াকে দায়ী করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন তিনি। আর তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে খন্ডন করে পাল্টা যুক্তি দিতে দেখা গেল বিজেপির হেভিওয়েট নেতাদের। এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “উত্তরবঙ্গে বন্যা হলে মোদীর দোষ। কলকাতায় বন্যা হলে মোদীর দোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 10 বছর ধরে কি করেছেন?” একইভাবে ডিভিসির ঘাড়ে দোষ চাপানো নিজেদের ব্যর্থতা ঢাকার কৌশল বলেও দাবি করতে দেখা যায় বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “মুখ্যমন্ত্রী ডিভিসির নামে অসত্য কথা বলছেন। গত 27 তারিখ ডিভিসি রাজ্যকে সতর্ক করেছে। আপনার ডিএম, বিডিও, সেচ দপ্তর কোথায় মাইকিং করেছে? কোথায় আগে থেকে ব্যবস্থা নিয়েছে? সুতরাং রাজ্য সরকার তার দায় এড়াতে পারে না। আমিও প্রধানমন্ত্রীকে পাল্টা চিঠি পাঠাচ্ছি। যেখানে আমি বলছি, বন্যা-জল দুর্ভোগ এবং দুয়ারে নর্দমার জল প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী।” অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করে বন্যা পরিস্থিতির জন্য রাজ্য সরকারের ব্যর্থতা নেই বলে তুলে ধরার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা যে সম্পূর্ণরূপে ভিত্তিহীন, সেই ব্যাপারে নিজেদের বক্তব্য তুলে ধরে পাল্টা রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশ বলছেন, বন্যা পরিস্থিতি নিয়েও এবার রীতিমতো দড়ি টানাটানি শুরু হয়ে গেল রাজ্যের শাসকদলের সঙ্গে কেন্দ্রীয় শাসকদলের। পশ্চিমবঙ্গে 2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা দখল করতে না পারলেও, বিরোধী দলের জায়গা লাভ করেছে। আর তারপর থেকেই বিধানসভার ভেতরে এবং বাইরে আরও বেশি করে শাসকদলের ঘাড়ে নিশ্বাস ফেলতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের যুক্তিকে খন্ডন করে পাল্টা ময়দানে নেমে তৃণমূল সরকারকে বিড়ম্বনায় ফেলার কৌশল গেরুয়া শিবিরের বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!