এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যে জরুরি অবস্থা? রাজ্যপালের মন্তব্যে বাড়ছে জল্পনা! জেনে নিন

রাজ্যে জরুরি অবস্থা? রাজ্যপালের মন্তব্যে বাড়ছে জল্পনা! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকরের সম্পর্ক কোনোকালেই ভাল ছিল না। যেদিন থেকে রাজ্যপাল পদে শপথ নিয়েছেন জাগদীপ ধনকার, সেদিন থেকেই বিভিন্ন বিষয়ে সরকারের বিরুদ্ধে তার মন্তব্য রাজ্য বনাম রাজ্যপালের সম্পর্কের তিক্ততা তৈরি করেছে। তৃতীয় তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন বিষয়ে মন্তব্য করে সরকারের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান। আর এবার রাজ্যের বিধানসভার অধিবেশন শুরুর সময় কেন রাজ্যপালের ভাষণ দেখানো হবে না, তা নিয়ে প্রশ্ন করে রাজ্যের বর্তমান পরিস্থিতি জরুরি অবস্থার মতো বলে বিস্ফোরক দাবি করতে দেখা গেল রাজ্যপাল জাগদীপ ধনকারকে। যার ফলে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে।

বস্তুত, আগামী জুলাই মাসের 2 তারিখ থেকে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। ইতিমধ্যেই প্রথা অনুযায়ী, রাজ্যপালের ভাষণ দিয়ে সেই অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও, তা এবার সম্প্রচারিত করা হবে না। আর সেই বিষয়টিকে তুলে ধরেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান। যেখানে রাজ্যপাল পদের অবমাননা করা হচ্ছে বলে গোটা পরিস্থিতিকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে দেওয়া চিঠিতে রাজ্যপাল লেখেন, “লোকসভার সাংসদকে দেওয়া আপনার চিঠি আমাকে ব্যথিত করেছে। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। আপনার এই অভিযোগ সংবিধানের পরিপন্থী। বরং বারবার আপনার কাছে রাজ্যপাল পদটির অবমাননা করা হয়েছে। আমি বিধানসভায় যাওয়ার পরেও গেট বন্ধ রাখা হয়েছে। এমনকি আপনি নিজে উপস্থিত থাকেননি। আমাকে অপমান করা হয়েছে। বিধানসভার অধিবেশন শুরু হওয়ার আগে রাজ্যপালের ভাষণ দেখানো হবে না বলে জানানো হয়েছে। এই অবস্থা জরুরি অবস্থার শামিল। যদিও মুখ্যমন্ত্রী এবং রাজ্যের অর্থমন্ত্রীর বক্তব্য দেখানো হয়েছে। আপনি সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন, রাজভবনে পাঠানো একাধিক বিল ফেরত পাঠানো হয়নি। এই অভিযোগ খুবই দুঃখজনক। কারণ রাজ্যপাল কোনো কাজ ফেলে রাখেননি।” আর বিধানসভার অধিবেশন শুরুর আগের অধ্যক্ষকে রাজ্যপাল এই কড়া চিঠি দিয়ে শোরগোল তুলে দিলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

অনেকে বলছেন, এতদিন রাজ্য সরকারের সঙ্গে সংঘাত তৈরি হতে দেখা গিয়েছিল রাজভবনের। কিন্তু এবার অধিবেশন শুরুর আগে রাজ্যপালের বক্তব্য সম্প্রচারিত না করার সিদ্ধান্ত কার্যত ক্ষোভের সৃষ্টি করেছে রাজভবনে। আর সেই কারণেই এবার সরাসরি বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে রাজ্যের অবস্থা জরুরি অবস্থার শামিল বলে দাবি করতে দেখা গেল জাগদীপ ধনকারকে। যার ফলে বিধানসভার অধ্যক্ষ এবং রাজ্যের শাসকদলের অস্বস্তি তীব্রভাবে বৃদ্ধি পেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এই ঘটনায় রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত আগামী দিনে আরও ভয়াবহ জায়গায় পৌঁছে যাবে বলেই দাবি বিশেষজ্ঞদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!