এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যের উন্নয়নের কাজকে ত্বরান্বিত করতে বিশেষ বৈঠকের আয়োজন মুখ্যমন্ত্রীর

রাজ্যের উন্নয়নের কাজকে ত্বরান্বিত করতে বিশেষ বৈঠকের আয়োজন মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে করোনা সংক্রমনের ফলে রাজ্যের অর্থনীতিতে ব্যাপক ভাবে ধস নেমেছে। সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়েছে অর্থনীতি। ফলে অনেক ক্ষেত্রেই স্হগিত রাখতে হয়েছে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজ গুলিকে। তবে, করোনা পরিস্থিতির মধ্যেও রাজ্যের অর্থনীতিকে সচল করতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে আনলক ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে নতুন করে অর্থনৈতিক কর্মকাণ্ডের জোয়ার আনতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী।

সেই উদ্দেশ্যে তিনি গ্রহণ করেছিলেন বিভিন্ন পরিকল্পনা। যেমন ১০০ দিনের কাজের ক্ষেত্রবৃদ্ধি সহ ছিল একাধিক পরিকল্পনা। যার ইতিবাচক ফলও কিছুটা দেখা গেছে। এবার রাজ্যের অর্থনীতির পুনরুদ্ধার ও সেইসঙ্গে রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের কাজকে আরো গতিশীল করে তুলতে রাজ্যের করোনা সংক্রমনের মধ্যেই আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার একটি বিশেষ প্রশাসনিক বৈঠকের আয়োজন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নবান্নের সভাঘরে আয়োজিত হবে রাজ্য সরকারের এই বিশেষ প্রশাসনিক।সম্পূর্ণ বৈঠকটি সম্পন্ন হবে ভিডিও কলের মাধ্যমে ভার্চুয়াল পদ্ধতিতে। করোনা সংক্রমনের কারণে রাজ্যে সামাজিক দূরত্ব বলবৎ থাকায় ও রাজ্যে যানবাহনের সমস্যা থাকায় এই বিশেষ পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নবান্ন থেকে আজ ও কাল দক্ষিণবঙ্গের ৯ টি জেলা প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানানো হয়েছে জেলাগুলির প্রধান ২০ টি সরকারি দপ্তরের সমস্ত রকম সমাজকর্মের সম্পূর্ণ আলোচনা করা হবে এই গুরুত্বপূর্ণ বৈঠকে। এই বিশেষ বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট জেলাগুলির জেলা সভাধিপতি, জেলাশাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও, পুলিশ, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, এসডিপিও, আইসি, ওসি প্রমুখেরা। সেই সঙ্গে বৈঠকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সকল আধিকারিকদের আবশ্যিক উপস্থিতির নির্দেশ দেয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

ইতিপূর্বে রাজ্য ও দেশের লকডাউন ঘোষণার পূর্বে গত ৪ ঠা মার্চ মাসে উত্তরবঙ্গের মালদহ জেলার সর্বশেষ প্রশাসনিক বৈঠকের আয়োজন করেছিলেন। এরপর থেকে আর কোনো প্রশাসনিক বৈঠকের আয়োজন করা সম্ভব হয়নি, রাজ্যে করোনা সংক্রমণ ও সেইসঙ্গে লকডাউন বলবৎ থাকার কারণে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, আজ সোমবারের বৈঠকে উপস্থিত থাকতে চলেছে দক্ষিনবঙ্গের দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি জেলাগুলি। অন্যদিকে কাল মঙ্গলবার বৈঠকে উপস্থিত থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলা।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আসন্ন বৈঠকে উপস্থিত এই সমস্ত জেলাগুলির অর্থনৈতিক পরিস্থিতি, আগামী দিনের অর্থনৈতিক পরিকল্পনা সহ সমস্ত কিছু নিয়ে পর্যালোচনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে বিভিন্ন জেলাগুলির পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, কৃষি, কৃষি বিপণন, স্বাস্থ্য, পূর্ত, জনস্বাস্থ্য, প্রাণিসম্পদ, আদিবাসী উন্নয়ন, ভূমি ও ভূমি সংস্কার, সেচ, বিদ্যুৎ এবং পুর ও নগরোন্নয়নদ্বাপর সহ গুরুত্বপূর্ণ ২০ টি দপ্তরের প্রধান আধিকারিকরা ভিডিও কলের মাধ্যমে এই বৈঠকে অংশগ্রহণ করতে চলেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!