এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যের কোন কোন এলাকায় ভালো ফল করবে তৃণমূল? জানিয়ে দিলেন মমতা!

রাজ্যের কোন কোন এলাকায় ভালো ফল করবে তৃণমূল? জানিয়ে দিলেন মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে পাহাড়, জঙ্গলমহল এবং উত্তরবঙ্গে তৃণমূল ভালো ফলাফল করতে পারেনি। শাসকদলের ভোটব্যাঙ্ক এখানে ধরাশায়ী হয়ে গিয়েছিল। যেখানে পদ্মফুল ফুটিয়েছিল ভারতীয় জনতা পার্টি। লোকসভা নির্বাচনে এই সমস্ত এলাকায় ভালো ফলাফল করার পর বিধানসভা নির্বাচনে যাতে সেই সমস্ত এলাকায় পদ্মফুল ফোটানো যায়, তার জন্য ব্যাপক চেষ্টা করেছে গেরুয়া শিবির।

ইতিমধ্যেই আট দফার নির্বাচন সম্পন্ন হয়ে গিয়েছে বাংলায়। এখন সকলেই অপেক্ষা করছে, গণনা পর্বের জন্য। আগামী রবিবার ব্যালটবাক্স খোলা হবে। আর তারপরই চূড়ান্ত হয়ে যাবে, নবান্ন কারা দখল করতে চলেছে। ইতিমধ্যেই নানা এক্সিট পোল সামনে এসেছে। যেখানে বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে রাখা হয়েছে তৃণমূল কংগ্রেসকে। আবার অনেক ক্ষেত্রে এগিয়ে রাখা হয়েছে ভারতীয় জনতা পার্টিকে।

আর এই পরিস্থিতিতে গণনাপর্বের আগে দলের প্রার্থী এবং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক থেকে তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা দখল করবে বলে কোন কোন এলাকায় শাসকদল ভালো ফল করবে, তা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে গত লোকসভা নির্বাচনে বিজেপি জঙ্গলমহল এবং উত্তরবঙ্গে ভালো ফল করলেও, এবার তৃণমূল সেখানে ভালো ফলাফল করবে বলে দাবি করতে দেখা গেল তৃণমূল নেত্রীকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, শুক্রবার দলের সমস্ত বিধানসভা কেন্দ্রের প্রার্থী এবং এজেন্টদের নিয়ে একটি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানেই উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে তৃণমূল ভালো ফলাফল করবে বলে দাবি করতে দেখা যায় তাকে। স্বাভাবিক ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবিকে কেন্দ্র করে এখন ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে।বস্তুত, গত লোকসভা নির্বাচনে এই দুই জায়গায় বিজেপি অভূতপূর্ব ফলাফল করেছিল।

তবে এবার নির্বাচনী প্রচারে গিয়ে সেই সমস্ত জায়গার মানুষ যাতে তৃণমূলকে ফিরিয়ে না দেয়, তার জন্য উন্নয়নের কথা বলে বিজেপিকে ব্যাপকভাবে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি নির্বাচনী প্রচারে তিনি দাবি করেছিলেন, এই দুই জায়গায় তৃণমূল ভালো ফলাফল করবে। আর ভোটপর্ব মিটে যাওয়ার পর গণনাপর্বের আগে দলীয় প্রার্থী এবং এজেন্টদের নিয়ে বৈঠকে সেই জায়গার কথা তুলে ধরে দলীয় নেতাকর্মীদের মনে কি বিশ্বাস যোগানোর চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? এখন তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।

পর্যবেক্ষকদের অনেকে বলছেন, এক্সিট পোল প্রকাশ হওয়ার পর তৃণমূলের নানা মহল সংশয় প্রকাশ করতে শুরু করেছেন। এক্ষেত্রে সত্যিই আবার রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করা সম্ভব হবে কিনা, তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে তৃণমূলের একাংশের কপালে। তবে এখনও পর্যন্ত গণনাপর্ব বাকি রয়েছে।তাই তার আগে দলের প্রার্থী এবং এজেন্টদের নিয়ে বৈঠক করে রাজ্যে যেমন তৃণমূল ক্ষমতায় আসতে চলেছে, ঠিক তেমনই উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে এবার ভালো ফল করবে দল বলে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত জায়গায় পরাজিত। তবে গণনা কেন্দ্রে যাতে এজেন্টের অভাব না পড়ে, তার জন্যই এখন এই সমস্ত কথা বলে সকলের মনে আস্থা জোগানোর চেষ্টা করছেন তিনি। ফলাফলেই প্রমাণিত হয়ে যাবে, এবার রাজ্যে পরিবর্তন হচ্ছে। সব মিলিয়ে ভোটবাক্স খোলার আগে রাজ্যের বিভিন্ন এলাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মপ্রত্যয়ী মন্তব্য কতটা বাস্তব হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!