এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যের মুকুটে নয়া পালক ! নিরাপদ শহরের স্থানে দেশের সেরা কলকাতা !

রাজ্যের মুকুটে নয়া পালক ! নিরাপদ শহরের স্থানে দেশের সেরা কলকাতা !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  রাজ্যের রাজধানী শহর কলকাতার মুকুটে জুড়লো নয়া পালক । সম্প্রতি ন‌্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেশের অন্যান্ন শরকে পিছনে ফেলে নিরাপদ শহরের স্থানে দেশের সেরা শহরের স্থান পেল কলকাতা শহর । জানা যাচ্ছে যে রাজ্যের সবথেকে ব্যস্ততম শহর কলকাতায় যেকোনো ধরনের অপরাধমূলক ঘটনা অপেক্ষাকৃত অনেকটাই কম।

সদ্য প্রকাশিত ন‌্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো’র রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে ২০২১ সালের এনসিআরবি’র হিসাবে কলকাতায় গুরুতর অপরাধের হার মাত্র ৯২.৬  প্রতি এক লক্ষ জনসংখ্যা অনুযায়ী । যেখানে দিল্লিতে এর হার  ১৭৭১.৭ যা কলকাতার তুলনাতে অকেনটা বেশি । এর পাশাপাশি মুম্বইয়ে ৩৪৫.৯ , সুরাতে ৭০০, উত্তরপ্রদেশের লখনউয়ে ৪৮৮.৬, কানপুরে ২৪৭.৮, চেন্নাইয়ে ৫২৯.৯, হায়দরাবাদে ২৩১.৭,রাজস্থানের জয়পুরে ৭৫৯.৫, গুজরাতের আমেদাবাদে ৩৮৮.৩। তবে সব থেকে উল্লেখ্য যে পণের কারনে বধূহত্যার সংখ্যা অন্যান্য রাজ্যের তুলনায় কলকাতায় অনেকটাই কম বলে জানা যাচ্ছে ।

 প্রসঙ্গ উল্লেখ্য যে গত বছর কলকাতায় খুনের ঘটনা ঘটে ৪৫টি। সেখানে দিল্লিতে এই সংখ্যাটা ৪৭২।অন্যদিকে গতবছর চেন্নাইয়ে ১৬৪,মুম্বইয়ে ১৬৪ জন,লখনউয়ে ১০৪ জন খুন হন।স্বভাবত রাজ্যের রাজধানী কলকাতা দেশের নিরাপদ শহররে স্থানে দেশের সেরা শহর হিসাবে স্থান পাওয়ায়, শহর কলকাতা সহ রাজ্যবাসীর কাছে এটা বড় পাওনা বলে মনে করছেন রাজ্যবাসীর অনেকেই । 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!