এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাজ্যের অস্বস্তি বাড়িয়ে ফের পথে নামছে বিজেপি! আজই বড়সড় কর্মসূচি!

রাজ্যের অস্বস্তি বাড়িয়ে ফের পথে নামছে বিজেপি! আজই বড়সড় কর্মসূচি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পেট্রোল এবং ডিজেলের করের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। যার ফলে অনেকটাই কমেছে পেট্রোল এবং ডিজেলের দাম। তবে রাজ্য সরকার কেন সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করছে না, কেন তাদের হাতে থাকা করের ক্ষেত্রে রাজ্য সরকার ছাড় দিচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যেই ময়দানে নেমেছে ভারতীয় জনতা পার্টি। বিধানসভায় এই ব্যাপারে আন্দোলন করার পাশাপাশি সোমবার এই ব্যাপারে কলকাতার রাজপথে আন্দোলন করতে দেখা গিয়েছে বিজেপি নেতৃত্বকে। তবে সোমবারের পর মঙ্গলবার অর্থ্যাৎ আজ এই ব্যাপারে পথে নামতে চলেছে গেরুয়া শিবির।

সূত্রের খবর, আজ সকাল 11 টা থেকে 12 টা পর্যন্ত রাজ্যের সমস্ত পেট্রোল পাম্পে একটি কর্মসূচি করবেন ভারতীয় জনতা পার্টি। মূলত কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেলের ক্ষেত্রে করে যে ছাড় দিয়েছে, কেন রাজ্য সরকার সেই ছাড় দিচ্ছে না, তা সাধারণ মানুষের কাছে তুলে ধরবে বিজেপি নেতা কর্মীরা। অর্থ্যাৎ একদিকে তৃণমূলের বিরুদ্ধে প্রচার এবং অন্যদিকে জনসংযোগ করে মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরতেই বিজেপির এই কর্মসূচি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি ভয়াবহ আকার ধারণ করার পর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। তবে সেই তৃণমূল পরিচালিত রাজ্য সরকার কেন এখন করে ছাড় দিচ্ছে না, সেই ব্যাপারে আন্দোলন শুরু করেছে গেরুয়া শিবির। আর এই আন্দোলনকেই আরও চরম মাত্রায় পৌঁছে দিতেই বিজেপির এই কৌশল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!