এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যের পক্ষ থেকে গান স্যালুট, বুদ্ধবাবুকে রাষ্ট্রীয় সম্মানে শেষ বিদায়!

রাজ্যের পক্ষ থেকে গান স্যালুট, বুদ্ধবাবুকে রাষ্ট্রীয় সম্মানে শেষ বিদায়!


প্রিয়বন্ধু মিডিয়ার রিপোর্ট- রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে এখন শোকস্তব্ধ রাজনৈতিক মহল। ইতিমধ্যেই আজ পূর্ণদিবস সরকারি ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার। আর এবার সেই প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে তাকে গান স্যালুট দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, কিছুক্ষণ আগেই বুদ্ধবাবুর বাড়িতে পৌঁছে যান বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সাড়ে বারোটার সময় দেহ পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে। তারপর পার্টি যেভাবে সিদ্ধান্ত নেবে। দেহ দান করা হয়েছে। আগামীকাল সসম্মানে রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে আমরা তাকে গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানাতে চাই।” অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়ানে শেষ বিদায়ে তাকে যতটা সম্মান জানানো যায়, রাজ্য সরকারের পক্ষ থেকে সেই সমস্ত ব্যবস্থা যে করা হয়েছে, তা জানিয়ে দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!