এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাজ্যের উন্নয়নে আপত্তি নেই বিজেপির, কিন্তু কোথায় আপত্তি ! জানিয়ে দিলেন শুভেন্দু!

রাজ্যের উন্নয়নে আপত্তি নেই বিজেপির, কিন্তু কোথায় আপত্তি ! জানিয়ে দিলেন শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যকে প্রাপ্য দেওয়া হচ্ছে না বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। তবে বিজেপি অবশ্য সেই অভিযোগকে বারবার অস্বীকার করে দিয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করছে রাজ্য সরকার। সেই কারণেই টাকা দেওয়া হচ্ছে না। তবে তারপরেও একপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, বঙ্গ বিজেপি রাজ্যের উন্নয়নের টাকা আটকে দিচ্ছে। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, এদিন এই বিষয়ে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “একাংশ মিডিয়া এবং তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা নাকি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আসা টাকা আটকে দিতে চাইছি। কিন্তু আমরা চাই, পশ্চিমবঙ্গের সমস্ত রাস্তা পাকা হোক, রাজ্যের উন্নতি হোক। তবে আমাদের আপত্তির কারণ, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে। আর সেই নাম রাজ্য সরকার পাল্টে দিচ্ছে।” অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অর্থ দেওয়া হলেও রাজ্য সরকার যে তার অপব্যবহার করছে, আর সেটাই যে বিজেপির কাছে আপত্তির কারণ, তা স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!