রাজ্যের উপনির্বাচনেও বিশাল কেন্দ্রীয় বাহিনী, বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের! রাজনীতি রাজ্য June 13, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ভোট পরবর্তী হিংসার কারণে এখনও পর্যন্ত আদালতের নির্দেশে রাজ্যে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আর এই পরিস্থিতিতে লোকসভা ভোট শেষ হতে না হতেই আবার নতুন করে নির্বাচনের দামামা বেজে গিয়েছে রাজ্যে। যেখানে আগামী জুলাই মাসের ১০ তারিখে চার বিধানসভা কেন্দ্রের উপর নির্বাচন হবে। আর সেখানেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সূত্রের খবর, আগামী জুলাই মাসে রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে চলেছে। আর সেখানে কমিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত। জানা গিয়েছে, এই চার বিধানসভা উপ নির্বাচনের ক্ষেত্রে মোতায়েন করা হবে ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ লোকসভার পাশাপাশি বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রেও কেন্দ্রীয় বাহিনীর ওপরেই ভরসা রাখতে চলেছে নির্বাচন কমিশন। আপনার মতামত জানান -