এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যের নাম বদল নিয়ে কেন্দ্রকে কড়া আক্রমণ মমতার, জেনে নিন

রাজ্যের নাম বদল নিয়ে কেন্দ্রকে কড়া আক্রমণ মমতার, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2011 সালে ক্ষমতায় আসার পরই ইংরেজি এবং বাংলা দুটি দিক থেকেই সুবিধার জন্য রাজ্যের নাম “পশ্চিমবঙ্গ” থেকে “বাংলা” করার পক্ষে উদ্যোগ নেয় রাজ্য সরকার। এই নিয়ে নানা পক্ষ থেকে নানা মতান্তর তৈরি হলেও, শেষ পর্যন্ত তা নিয়ে অনেকটাই এগিয়ে যায় রাজ্য। তবে এখনও পর্যন্ত সেই নাম পরিবর্তনের ব্যাপারে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি কেন্দ্রীয় সরকারকে। আর তাই বিধানসভা নির্বাচনের আগে রবিবার ভাষা দিবসের অনুষ্ঠান থেকে এই ব্যাপারে কেন্দ্রকে আক্রমণ করে বিজেপির বাংলা বিরোধী মনোভাব তুলে ধরার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে এই ব্যাপারে কেন্দ্রের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

সূত্রের খবর, এদিন ভাষা দিবসের অনুষ্ঠান থেকে রাজ্যের নামবদলের দাবি নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি সব ভাষাকে ভালবাসি। কিন্তু আমি বাংলাকে বঙ্গাল বলব কেন? আমাদের প্রথমে বঙ্গাল বলা হল। চার বছর হল, আজও রাজ্যের নাম কেন বদলাল না? যারা বাংলাকে সুড়সুড়ি দেয়, কখনও কখনও বাংলাকে গড়াগড়ি দেয়, তারা কিন্তু একবারও ভেবে দেখলেন না যে, বাংলা নামের সঙ্গে আবেগটা কতটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে! ওড়িশা, মহারাষ্ট্রে ভাষা অনুযায়ী নাম হতে পারলে বাংলা কেন নয়?”

অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলে কেন্দ্রের বিজেপি সরকারকে কার্যত চাপে ফেলে দেওয়ার চেষ্টা করলেন। একাংশ বলছেন, তৃণমূলের দীর্ঘদিনের অভিযোগ, বিজেপি বাংলার সংস্কৃতি জানে না। তবে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের উপর চাপ বাড়িয়ে বাংলা ভাষার ওপর যে তাদের যথেষ্ট দখল আছে, তা বারবার প্রমাণ করার চেষ্টা করছেন বিজেপি নেতারা। আর এই পরিস্থিতিতে ভাষা দিবসের অনুষ্ঠান থেকে বাংলার নাম কেন এখনও বদল করা হল না! তা নিয়ে প্রশ্ন তুলে পাল্টা কেন্দ্রের বাংলা বিরোধী মনোভাব তীব্র থেকে তীব্রতর ভাবে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, নির্বাচনের আগে এই কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিতে চাইলেন, বিজেপি কোনোমতেই বাংলাকে নিয়ে ভাবে না। অর্থাৎ বাংলার সুবিধার জন্য এবং কাজের দিক থেকে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য বাংলা নামের পক্ষে উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু চার বছর অতিক্রম হওয়ার পরেও, এই ব্যাপারে কেন্দ্রের পক্ষ থেকে কোনো সাড়া দেওয়া হয়নি।

আর ভাষা দিবসের মঞ্চকে বেছে নিয়ে সেই ব্যাপারে প্রশ্ন তুলে কেন্দ্রের বাংলা দরদী মনোভাবকে কার্যত প্রশ্নের মুখে ফেলে দিলেন স্বয়ং তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই বাংলার প্রশাসনিক প্রধানের এই ধরণের বক্তব্য যে বাংলার বর্তমান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রের বিজেপি সরকারকে যথেষ্ট অস্বস্তিতে ফেলে দিল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!