এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > রাজ্য-রাজনীতিতে নয়া মোর! কংগ্রেসের ঘর ভেঙে ৫ বিধায়ক এবার গেরুয়া শিবিরে! জেনে নিন বিস্তারিত

রাজ্য-রাজনীতিতে নয়া মোর! কংগ্রেসের ঘর ভেঙে ৫ বিধায়ক এবার গেরুয়া শিবিরে! জেনে নিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারতের রাজনীতির অঙ্গনে প্রাচীনতম রাজনৈতিক দল হলো কংগ্রেস। সম্প্রতি অনেকেই রসিকতা করে বলে থাকেন যে, এই দলটিতে বর্তমানে শনির দৃষ্টি পড়েছে যার ফলেই দেখা দিচ্ছে একের পর এক ভাঙ্গন। গত ২০১৮ সালে ভারতের বেশ কয়েকটি রাজ্যে বিজেপিকে পরাজিত করে রাজ্যগুলির মসনদে বসেছিল কংগ্রেস। তারপর এক দুটো বছর ঘুরতে না ঘুরতেই পরিস্থিতির বদল দেখা যায়।

কংগ্রেসের অভ্যন্তরে বড়োসড়ো ভাঙ্গন ধরিয়ে বেশ কিছু রাজ্য আবার পুনর্দখল করে নেয় বিজেপি। তবে এরই পাশাপাশি অন্যান্য কিছু রাজ্য যেমন গুজরাট এ কংগ্রেসের সংগঠন অনেকটা ভেঙ্গে পড়েছে। এর পাশাপাশি পাঞ্জাব, ছত্রিশগড় রাজ্যে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বর খবর সংবাদমাধ্যমে পাওয়া গেছে। আর অল্প কিছুদিন আগে রাজস্থানে দেখা দিয়েছিল ভাঙ্গন। যদিও শেষ পর্যন্ত সমস্ত ভাঙ্গন রোধ করে সরকার টিকিয়ে রাখা রাজস্থান কংগ্রেসের পক্ষে সম্ভব হয়েছিল।

উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্য থেকে আবার কংগ্রেসের বিরাট ভাঙ্গনের খবর পাওয়া গেল। সম্প্রতি মনিপুর রাজ্যের কংগ্রেসের ৫ জন বিধায়ক কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দান করলেন। এই বিধায়কেরা বেশ কিছুদিন আগেই কংগ্রেস সম্পর্কে একাধিক বিষেদাগার করেছিলেন। আর তারপরেই কংগ্রেস থেকে ইস্তফাও দিয়েছিলেন।

সম্প্রতি জানা গেছে কংগ্রেস ত্যাগী এই ৫ জন বিধায়ক বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব রাম মাধব, বিজেপির রাষ্ট্রীয় সহ-সভাপতি বৈজয়ন্ত জয় পান্ডা ও সেইসঙ্গে মনিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং নেতৃত্বে বিজেপিতে যোগদান করলেন। এদিন এদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেয়া হলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত গত মাসে মনিপুরে বিজেপির ভাঙ্গনের কথা সংবাদমাধ্যমে ভেসে এসেছিল। সংবাদ সূত্রে, জানা গিয়েছিল বেশকিছু বিজেপির বিধায়ক বিজেপির বিরুদ্ধে বিষোদগার করছেন, তাঁরা বিজেপি ছেড়ে কংগ্রেসে চলে যাবেন। আর তাদের বিজেপি ত্যাগের কারণেই সম্ভাবনা আছে মনিপুরের বিজেপি সরকারের পতন ও কংগ্রেস সরকারের সম্ভাব্য উত্থানের বারবার সংবাদ মাধ্যমে উঠেছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই পরিস্থিতি পরিস্থিতি বদলে যায়। অভিমানীদের নিজদলে ধরে রাখতে সক্ষম হয় বিজেপি।

সংবাদ সূত্রে জানা গেছে বিজেপির এই ড্যামেজ কন্ট্রোলের পরেই চলতি মাসের শুরুর দিকে মণিপুরে বিধানসভার আস্থা ভোটে বিজেপি সহজেই কিন্তু বিজয় লাভ করে। সংবাদসূতে জানা যায়, এই আস্থা ভোটের সময়ে দলের হুইপ জারির পরেও নাকি কংগ্রেসের ৮ জন বিধায়ক বিধানসভা থেকে নিজেদের দূরে রেখেছিলেন। আর তাঁদের এই অনুস্পস্থির সুযোগেই মনিপুরের মুখ্যমন্ত্রী বিরেন সিং এর পক্ষে আস্থা ভোটে জয়লাভ অনেকটাই সহজ হয়ে গিয়েছিল বলে রাজনৈতিক মহলের অভিমত।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!