এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যসভায় নিয়ম ভেঙে ৭ দিনের জন্য সাসপেন্ড ডেরেক-দোলা রাতভর ধর্নায়, সকালে সৌজন্য খোদ ডেপুটির!

রাজ্যসভায় নিয়ম ভেঙে ৭ দিনের জন্য সাসপেন্ড ডেরেক-দোলা রাতভর ধর্নায়, সকালে সৌজন্য খোদ ডেপুটির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি কৃষি বিল পাসকে কেন্দ্র করে রীতিমত উত্তাল হয় রাজ্যসভা। যেখানে 8 জন সাংসদকে সাসপেন্ড করা হয়। মর্যাদা লঙ্ঘনের অভিযোগ এই সাতদিনের জন্য এই সাংসদদের সাসপেন্ড করেন চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। আর এরপরেই গোটা ঘটনার প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে সংসদের সামনে ধর্নায় বসে পড়েন সাসপেন্ড হওয়া আট সাংসদ।

তবে আশ্চর্যজনকভাবে এতদিন সরকারের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে গান্ধী মূর্তির পাদদেশকে বিরোধীরা অবস্থান-বিক্ষোভের জন্য বেছে নিলেও, রাতভর কাউকে এইভাবে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়নি। কিন্তু এবার আট সাংসদ সাসপেন্ড হওয়ার পরে যেভাবে দুপুর গড়িয়ে রাত্রি হয়ে গেলেও খোলা আকাশের নীচে প্রতিবাদ করতে দেখা গেল সেই সাসপেন্ডেড সাংসদদের, তাতে ভারতবর্ষের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে সাসপেন্ডেড সাংসদরা এই গোটা ঘটনার জন্য যার বিরুদ্ধে মূল অভিযোগ করেছেন, সেই রাজ্যসভার চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং অবশ্য এদিন সকালে সেই সমস্ত সাংসদদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। জানা গেছে, এদিন নিজের হাতে সেই সমস্ত সাংসদদের চা এনে খাইয়েছেন হরিবংশ নারায়ন সিং।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই গোটা ঘটনা দেখে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, রাজনীতিতে শাসক-বিরোধী তরজা থাকবে। নিঃসন্দেহে রাজ্যসভায় যে ঘটনা ঘটেছে, তা এককথায় বেনজির এবং তার পরিপ্রেক্ষিতে যেভাবে সেই সমস্ত সাংসদরা প্রতিবাদ করে রাতভর বিক্ষোভ প্রদর্শন করলেন, তা আরও বেনজির বলে দাবি করছেন সকলে। কিন্তু সকালে যেভাবে রাজ্যসভার চেয়ারম্যান সৌজন্যের খাতিরে সেই সমস্ত সাংসদদের চা খাওয়ালেন, তা ভারতবর্ষের রাজনীতিতে এবং গণতন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত শুভ লক্ষণ বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা।

একাংশের মতে, কবে রাজ্যসভায় এই অচলাবস্থা কাটবে এবং কবে তার পরিপ্রেক্ষিতে সুষ্ঠুভাবে অধিবেশন পরিচালনা করা সম্ভব হবে, তা কেউ জানেন না। কিন্তু যখন রাজ্যসভার চরমভাবে উত্তাল এবং সাংসদরা রাতভর বিক্ষোভে, তখন ডেপুটি চেয়ারম্যানের এই পদক্ষেপ নিঃসন্দেহে শুভ বার্তা বহন করল বলেই মনে করা হচ্ছে। এখন সাংসদদের যার বিরুদ্ধে মূল অভিযোগ, সেই হরিবংশ নারায়ণ সিংয়ের এই সৌজন্যতা সেই বিরোধী সাংসদদের ক্ষোভকে প্রশমিত করতে পারে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!