এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাজ্যে সরকার ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলীপ ঘোষের, জেনে নিন

রাজ্যে সরকার ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলীপ ঘোষের, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে বিভিন্ন সময় জল্পনা চলছে। সাম্প্রতিককালে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উত্তরবঙ্গ সফরে গেলে তার কনভয়ের ওপর হামলা করা হয়। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা রাজ্যজুড়ে। আর এর পরেই কালীপুজোর উদ্বোধনী গিয়ে দিলীপ ঘোষ দাবি করেন, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির পরিস্থিতি চলে এসেছে। আর অবশেষে এবার খড়্গপুরে একটি কর্মসূচিতে যোগ দিতে এসে সরকার ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিতে শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলায়। যাকে কেন্দ্র করে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে।

সূত্রের খবর, শনিবার দিওয়ালির সকালে খড়গপুর গ্রামীণ থানার জফলা এলাকায় একটি কর্মসূচিতে যোগ দেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। আর এই কর্মসূচির মঞ্চ থেকেই তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতে দেখা যায় তাকে। দিলীপ ঘোষ বলেন, “আজ কাচ ভাঙলে কালকে কাঁচ লাগিয়ে নেওয়া যাবে। কিন্তু সরকার ভেঙে দিলে কোথায় যাবে! অনাথ হয়ে যেতে হবে। রাজ্যের পুলিশ মামলা দিচ্ছে। পাথর ছুড়ছে। গাড়ি ভেঙে দিচ্ছে।”

স্বাভাবিক ভাবেই সামনে যখন বিধানসভা নির্বাচন, তখন তার আগে সরকার ভেঙে দেওয়ার এহেন হুঁশিয়ারি দিলীপ ঘোষের গলা থেকে শুনতে পাওয়ায় এখন নিঃসন্দেহে চাঞ্চল্য বৃদ্ধি পেতে শুরু করেছে। বস্তুত, কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি সাক্ষাৎকারে দাবি করেন, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি অমূলক নয়। আর এরপর থেকেই সেই রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে জল্পনা তৈরি হতে শুরু করে‌। কিন্তু এবার দিলীপ ঘোষের গলাতেও সরকার ভেঙে দেওয়ার হুঁশিয়ারি শোনা যাওয়ায় ধীরে ধীরে কি বাংলা সেদিকেই এগোচ্ছে, তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

এদিন তৃণমূলের সঙ্গে সিপিএমের সমঝোতা হচ্ছে বলেও অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, “স্যালাইন এবং কোরামিন দিয়ে সিপিএমকে বাঁচানোর চেষ্টা চলছে। সিপিএমের বন্ধ হয়ে যাওয়া পুরনো অফিস খুলে বসানোর ব্যবস্থা করে দিচ্ছে তৃণমূল। এমনকি ঝাড় দিয়ে দেওয়া হচ্ছে। চা খাওয়ার পয়সা দিচ্ছে। তবে এসব করে কোনো লাভ হবে না। বাংলার মানুষ যাদের রিজেক্ট করেছে, তাদের প্রজেক্ট করে কোনো লাভ হবে না।” মানুষ এবার বিজেপিকে নিয়ে আসবে বলে ঠিক করেছেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইভাবে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আত্মসাৎ করা হচ্ছে বলেও সরব হন অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ বলেন, “কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা সর্বত্র লুট করা হচ্ছে। লুট করে যারা গায়ের ওজন বাড়িয়েছে, চেহারা চকচক করেছে, তাদের বুঝিয়ে দিন লুটের রাজত্ব শেষ হয়ে গিয়েছে। আর পাঁচ ছয় মাস পরে রাজ্যে বিজেপির রাজত্ব শুরু হবে। তখন সব হিসেব করে নেওয়া হবে।” এক্ষেত্রে যারা দুর্নীতি করেছে, তাদেরকে জেলে পাঠানোর হুঁশিয়ারি দিতেও দেখা গেছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই উত্তেজনার পারদ বাড়তে শুরু করেছে। এবার দলীয় কর্মসূচি থেকে যেভাবে তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি, তাতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বাংলার রাজনৈতিক মহলে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!