এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্য সরকারের নজরদারি এড়াতে এবার বড়সড় পদক্ষেপ রাজ্যপালের ? তীব্র জল্পনা শুরু রাজ্য রাজনীতিতে

রাজ্য সরকারের নজরদারি এড়াতে এবার বড়সড় পদক্ষেপ রাজ্যপালের ? তীব্র জল্পনা শুরু রাজ্য রাজনীতিতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের দ্বৈরথের কথা কারোরই অজানা নয়। নানা সময় নানা বিষয় নিয়ে দুইপক্ষের মধ্যে বিবাদ চরম পর্যায়ে গিয়েছে। নানা বিষয়ে রাজ্য সরকারকে রাজ্যপালের পাঠানো চিঠি নতুন করে গুঞ্জন তৈরি করেছে। আর এই পরিস্থিতিতে এবার ফের নবান্নে চিঠি পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকর। সূত্রের খবর, রাজভবনে কর্মরত 5 জন অফিসার কর্মীকে ফিরিয়ে নিতে নবান্নে রাজ্যপালের কার্যালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। জানা গেছে, এই পাচজনের মধ্যে 4 জন অফিসার পদে এবং 1 জন জমাদার পদে রয়েছেন।

ইতিমধ্যেই রাজ্য প্রশাসনকে বলা হয়েছে, 15 সেপ্টেম্বরের মধ্যে বিকল্প কর্মী এবং অফিসার পাঠাতে হবে। তবে রাজ্যপালের কার্যালয় থেকে রাজ্য সরকারকে এই ধরনের চিঠি পাঠানোয় এবার রাজ্য সরকার কি করবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে রাজ্য প্রশাসনের এই ব্যাপারে অতটা আপত্তি নেই বলেই জানা যাচ্ছে। মূলত যে চারজন অফিসারকে বদলির কথা বলা হয়েছে, তাদের মধ্যে তিনজন রাজ্য সরকারের কোনো একটি দপ্তরের অধীনস্থ কর্মী। সেক্ষেত্রে তাদের ফিরিয়ে নিতে রাজ্য সরকারের কোনো অসুবিধা নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে চতুর্থ অফিসার এবং জমাদার রাজভবনের নিয়ন্ত্রাধীন কর্মী। তাই তাদের ক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করা হবে, তা এখনই স্পষ্ট করতে পারছে না রাজ্য। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, কিছুদিন আগেই রাজ্যপাল অভিযোগ করেছিলেন যে, রাজভবনের ওপর নজরদারি চালানো হচ্ছে। এমনকি রাজভবনের বেশিরভাগ অফিসার যেহেতু রাজ্য সরকার পাঠায়, তাই এই নজরদারি করা হচ্ছে।

আর সেই সংশয় থেকেই কি আবার নতুন করে এতজনের বদলি চেয়ে রাজ্য সরকারকে চিঠি দিল রাজভবন, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। যার ফলে এখন জল্পনা তৈরি হচ্ছে, তাহলে কি রাজভবনের ওপর নজরদারি এড়াতেই এইরকম কর্মীদের রাজ্য সরকারের কাছে চিঠি দিয়ে ফিরিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে! যদি এই জল্পনা সত্যি হয়, তাহলে নতুন করে সমস্যা বাড়তে পারে বলে আশঙ্কা একাংশের। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!