এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্য সরকারের প্রকল্পের প্রচারের জন্য মাসিক ভাতা ছাড়াও লোকশিল্পীদের জন্য বরাদ্দ লক্ষ লক্ষ!

রাজ্য সরকারের প্রকল্পের প্রচারের জন্য মাসিক ভাতা ছাড়াও লোকশিল্পীদের জন্য বরাদ্দ লক্ষ লক্ষ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে লকডাউন চলায় অনেকেরই নুন আনতে পান্তা ফুরোনোর মত অবস্থা। বর্তমানে লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল হওয়া সত্ত্বেও সেভাবে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতে দেখা যাচ্ছে না। যার ফলে সম্পূর্ণরূপে রুজিরুটির পথ বন্ধ হয়ে গিয়েছে। লোকশিল্পীরা সরকারি ভাতা পেলেও, তাদের বাড়তি রোজগারের পথ বন্ধ। স্বাভাবিকভাবেই তাদের সংসার কিভাবে চলবে, তা কেউ জানেন না। সামনেই দুর্গাপুজো আসছে। সেখানেও ঠিকমত অনুষ্ঠান পাবেন কিনা শিল্পীরা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

কেননা সামাজিক দূরত্ব প্রত্যেকককেই পালন করতে হচ্ছে। তাই জমায়েত করে অনুষ্ঠান না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে এমতাবস্থায় সেই লোকশিল্পীদের মুখে হাসি ফোটাতে এবার পথশ্রী অভিযান কর্মসূচির হাত ধরে পূর্ব মেদিনীপুরের প্রচুর শিল্পীকে রুজি-রুটির পথ দেখালো রাজ্য সরকার। জানা গেছে, রাজ্য সরকারের উদ্যোগে চালু হওয়া এই পথশ্রী অভিযান কর্মসূচির মাধ্যমে পূর্ব মেদিনীপুরে প্রায় 1 হাজার 725 জন লোকশিল্পী 17 লক্ষের বেশি টাকা পাচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে কোনো রোজগার না থাকায় এই সাহায্য পেয়ে এখন সেই সমস্ত লোকশিল্পীদের মুখে হাফুটতে শুরু করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 অক্টোবর থেকে রাজ্যজুড়ে এই পথশ্রী অভিযান শুরু হয়েছে। যা আগামী 15 অক্টোবর পর্যন্ত চলবে বলে খবর। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলায় মোট 620 টি রাস্তার কাজ শুরু হয়েছে। প্রত্যেক দিন এই জেলার প্রতিটি ব্লকেই রাস্তার কাজের সূচনা হচ্ছে। আর সেই সূচনালগ্নে প্রতিটি জায়গায় লোকশিল্পীদের 5 জনের একটি টিম গিয়ে অনুষ্ঠান করছে বলে খবর। যেখানে এই প্রকল্পের প্রচারের জন্য জেলায় দুটি ট্যাবলো ঘুরছে। যেখানে থাকছেন লোকশিল্পীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়াও লোকশিল্পীরা পথশ্রী অভিযান নিয়ে গান লিখছেন। যে গান ইতিমধ্যেই অনুমোদনের জন্য রাজ্যের কাছে পাঠানো হয়েছে বলে খবর। আর পথশ্রী অভিযান কর্মসূচি যতদিন চলবে, ততদিন এই জেলার লোকশিল্পীরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আর্থিক সাহায্য পাওয়ার এখন তারা কিছুটা হলেও উজ্জীবিত। মাঝে লকডাউনের কারণে যেভাবে তাদের অনুষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল, তাতে তাদের সংসারে টানাপোড়েন শুরু হয়েছিল। তবে এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই লোকশিল্পীদের কাজে লাগানোর জন্য এবং অর্থনৈতিক সাহায্য করায় তারা অনেকটাই হাঁফ ছেড়ে বাঁচলেন।

এদিন এই প্রসঙ্গে মারিশদার বাউল শিল্পী অমিয় ব্রহ্ম বলেন, “আমি করোনা ও পথশ্রী অভিযান নিয়ে গান রচনা করেছি। নিজের লেখা গান গেয়েছি। করোনা মহামারীতে আমাদের মত হাজার হাজার সাধারণ মানুষের রুজি-রোজগার বন্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় পথশ্রী অভিযানের মাধ্যমে রাজ্য সরকার সাধারণ গরিব লোকশিল্পীদের পারফর্ম করার সুযোগ দিচ্ছে।” এদিকে এই ব্যাপারে জেলা তথ্য-সংস্কৃতি দপ্তরের অফিসার গিরিধারী সাহা বলেন, “সারা জেলায় 345 টি টিমকে কাজে লাগানো হয়েছে। আমাদের জেলায় পথশ্রী অভিযানে লোকশিল্পীদের অনুষ্ঠানের জন্য মোট 17 লক্ষ 25 হাজার টাকা দেওয়া হবে।” সব মিলিয়ে করোনা আবহের মধ্যে রুজি-রুটির দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেলেও আবার নতুন করে অনুষ্ঠান পাওয়ায় প্রবল উচ্ছ্বসিত লোকশিল্পীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!