এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাজ্য সভাপতি থেকে বাদ যাচ্ছেন দিলীপ? সংগঠন ধরে রাখতে মুকুল ঘনিষ্ঠকে বড় দায়িত্ব! বাড়ছে জল্পনা

রাজ্য সভাপতি থেকে বাদ যাচ্ছেন দিলীপ? সংগঠন ধরে রাখতে মুকুল ঘনিষ্ঠকে বড় দায়িত্ব! বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরেই বিজেপির অভ্যন্তরীণ সংগঠন থেকে শুরু করে নানা পদ নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। সবথেকে বেশি গুঞ্জন তৈরি হয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে। মনে করা হচ্ছে, তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দিতে পারে ভারতীয় জনতা পার্টি। আর সেই জায়গায় রাজ্য সভাপতির দায়িত্ব যেতে পারে অন্য কোনো নেতার কাঁধে। সেদিক থেকে শুভেন্দু অধিকারীকে নিয়েও গুঞ্জন ক্রমশ বাড়ছে।

আর এই পরিস্থিতিতে সেই গুঞ্জন তৈরি হওয়ার পাশাপাশি উত্তরবঙ্গের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিককেও কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে বলে জল্পনা ছড়িয়ে পড়েছে। স্বাভাবিক ভাবেই নিশীথ প্রামানিক একসময় মুকুল রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছিলেন। এখন মুকুল রায় তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছেন। আর তারপর থেকেই তিনি সাংসদ এবং বিধায়কদের ফোন করে বিজেপি থেকে তৃণমূলে আসার বার্তা দিচ্ছেন বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেদিক থেকে নিশীথ প্রামানিককে নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা তৈরি হয়েছিল। আর তার মাঝেই তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দিয়ে বিজেপি তৃণমূলের ফেরার পথ আটকে দেওয়ার সুকৌশলী পদক্ষেপ নিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ সূত্র মারফত খবর, দিলীপ ঘোষের বদলে এবার নতুন কাউকে দলের দায়িত্ব দেওয়া হতে পারে। সেদিক থেকে তৃণমূল থেকে আসা কোনো গুরুত্বপূর্ণ নেতাকে বিজেপির রাজ্য সভাপতি করার ব্যাপারে গুঞ্জন তৈরি হয়েছে যদিও বা এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব।

তবে দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেদিক থেকে দিলীপবাবুকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্বাস্থ্য কিংবা কয়লা দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে। একইভাবে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বর্তমানে তিনি মুকুল রায়ের পরে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে যেতে পারেন বলে একটা আবহ তৈরি হয়েছে। তাই তার দলত্যাগ আটকাতে বিজেপি নিশীথবাবুকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দিতে পারে।

পর্যবেক্ষকদের মতে, মুকুল রায়ের দলত্যাগ বিজেপির কাছে বড় ক্ষতি। গত লোকসভা নির্বাচনে এই মুকুল রায়ের হাত ধরেই ব্যাপক সাফল্য পেয়েছে ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে তৃণমূল থেকে আসা বেশিরভাগ নেতাকে সাংসদ করে দেওয়ার পেছনে রয়েছে মুকুলবাবুর ভূমিকা। তাই তিনি তৃণমূল কংগ্রেসের ফিরে যেতে সেই সমস্ত বিজেপি সাংসদরা বার ঘাসফুল শিবিরে শামিল হতে পারে বলে গুঞ্জন তৈরি হয়েছে। সেদিক থেকে রাজ্যের সংগঠন ঠিক রাখা এবং দলত্যাগ আটকাতে দিলীপ ঘোষ এবং নিশীথ প্রামাণিকের ক্ষেত্রে এই রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় জনতা পার্টি। তবে সবটাই জল্পনার পর্যায়ে রয়েছে। শেষ পর্যন্ত এই ব্যাপারে গেরুয়া শিবির কি সিদ্ধান্ত গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!