এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ‘রাজ্যকে বাঁচাতে এক ছাতার তলায় এসে লড়তে হবে ‘! সকলকে নিয়ে মহাজোটের আহ্বান সুকান্তর !

‘রাজ্যকে বাঁচাতে এক ছাতার তলায় এসে লড়তে হবে ‘! সকলকে নিয়ে মহাজোটের আহ্বান সুকান্তর !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  সম্প্রতি বনগাঁ পুরসভার একটি ওয়ার্ডে এবং আসানসোল পুরনিগমের একটি ওয়ার্ডে উপনির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করেছে অর্থাৎ সবুজ ঝরে দিশেহারা বিরোধী শিবির । ফলে বঙ্গে শাসকদলকে রুখতে ব্যর্থ বিরোধিরা । আর এবার এমত অবস্থায়  দুর্নীতি রুখতে মহাজোটের ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এমনটা মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ।

ইতিমধ্যে এই প্রসঙ্গে সোসাল মিডিয়াতে একটি পোষ্ট করে সুকান্ত মজুমদার জানান  ‘সময় এসেছে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস ভেদাভেদকে দূরে সরিয়ে রেখে বাংলার স্বার্থে ১০ কোটি বাঙালির স্বার্থে সকল শ্রেণির সকল স্তরের মানুষকে একত্রিত হয়ে ভয়ের গ্যাস চেম্বার থেকে বেরিয়ে এসে পশ্চিমবঙ্গ সরকারের ভুল নীতি, খামখেয়ালিপনা, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার এবং সরকারকে আয়না দেখানোর। দেশ ও রাজ্যের প্রেক্ষিত আলাদা। নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। আর রাজ্যের একের পর এক মন্ত্রী দুর্নীতির দায়ে জেলে যাচ্ছেন। তাঁদের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকার সম্পত্তি উদ্ধার হচ্ছে। তাই এই মুহূর্তে রাজ্যকে বাঁচাতে হবে। সেই লক্ষ্যে সকলকে এক ছাতার তলায় এসে লড়তে হবে।’

এর পাশাপাশি এদিন বিজেপির রাজ্য সভাপতি তাঁর যুক্তি দিয়ে বলেন ‘আমি তো বলিনি কংগ্রেসের ঝান্ডা নিয়ে, সিপিএমের ঝান্ডা নিয়ে বিজেপির সঙ্গে জোট করতে। আমরা সেই দলের কর্মীদের, এমনকি, তৃণমূলের মধ্যেও যাঁরা সত্‍ আছেন, তাঁদের বলছি আপনারা রাজনৈতিক বিরোধ ভুলে বিজেপির ঝান্ডা ধরুন। আগে সরকারটা পাল্টান। তার পর মনে হলে, যে যাঁর দলে ফিরে যাবেন!’ তবে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!