এখন পড়ছেন
হোম > রাজনীতি > রাজ্যকে চাপে ফেলে এবার দ্রোহের সংস্কৃতি, জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে বৃহত্তর প্রতিবাদ!

রাজ্যকে চাপে ফেলে এবার দ্রোহের সংস্কৃতি, জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে বৃহত্তর প্রতিবাদ!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- যখন আরজিকরের ঘটনার সুবিচার চাইতে জুনিয়র চিকিৎসকরা রাস্তায় রয়েছেন, আমরণ অনশন করছেন, তখন এই সরকারের বিন্দুমাত্র লজ্জা বলতে কিছু নেই। উল্টে মুখ্যমন্ত্রী সরকারি কার্নিভালে ব্যস্ত বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। আর সেই দিন দ্রোহের কার্নিভাল করতে দেখা গিয়েছে সিনিয়র চিকিৎসকদের। আর এবার বিচারের দাবিতে জুনিয়ররা যে আন্দোলন করছেন, তাদের পাশে দাঁড়িয়ে দ্রোহের কার্নিভালের পর আয়োজন করা হলো দ্রোহের সংস্কৃতির।

সূত্রের খবর, আজ সকাল থেকেই কলকাতার অ্যাকাডেমি চত্বরে এবং রানুচ্ছায়া মঞ্চে দ্রোহের সংস্কৃতির সূচনা হয়েছে। যার উদ্বোধন করেছেন শিক্ষাবিদ পবিত্র সরকার। জানা গিয়েছে, প্রায় ৪৪ ঘন্টা ধরে চলা এই কর্মসূচিতে বিভিন্ন রকম সাংস্কৃতিক কার্যকলাপ থাকবে। অর্থাৎ এই রাজ্য সরকারকে চাপে ফেলতে এবং তাদের বিবেক জাগ্রত করতেই এই দ্রোহের সংস্কৃতি পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। যা জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ানোর এবং তাদের প্রতিবাদকে সমর্থন করার আরও একটি বৃহত্তর অঙ্গ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!