এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যপাল বদলের ঘোষণা কেন্দ্রের, ধনকারকে নিয়ে অস্বস্তি বাড়ল তৃণমূলের!

রাজ্যপাল বদলের ঘোষণা কেন্দ্রের, ধনকারকে নিয়ে অস্বস্তি বাড়ল তৃণমূলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দীর্ঘদিন ধরেই বাংলার বর্তমান রাজ্যপাল জগদীপ ধনকরকে অপসারণের জন্য কেন্দ্রের দৃষ্টি আকর্ষন করছেন তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা। কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বিভিন্ন বিষয়ে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে দেন সেখানকার বর্তমান সাংবিধানিক প্রধান জাগদীপ ধনকার। রাজ্যপালের আসনে বসার পর থেকেই তার সঙ্গে সরকারের দূরত্ব তৈরি হয়েছে। বিভিন্ন বিষয়ে রাজ্যপাল মন্তব্য করার সাথে সাথেই পাল্টা তাকে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলতে দেখা যায় তৃণমূলের পক্ষ থেকে।

আর এই পরিস্থিতিতে রাজ্য বনাম রাজ্যপালের সঙ্ঘাত যখন চরমে উঠেছে, ঠিক তখনই তৃতীয় তৃণমূল সরকার ক্ষমতায় বসার পর সেই রাজ্যপালের অপসারণের দাবি তুলে তৎপরতা গ্রহণ করতে দেখা গেছে শাসক শিবিরকে। আর এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা সহ আট রাজ্যের রাজ্যপাল বদলের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। কিন্তু আশ্চর্যজনকভাবে বাংলার রাজ্যপালকে অপসারণ করবার জন্য শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রের কাছে আবেদন করা হলেও, সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে দেখা গেল না কেন্দ্রীয় সরকারকে।

অর্থাৎ আগামী দিনেও যে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে বহাল থাকবেন জাগদীপ ধনকার, তা কার্যত স্পষ্ট হয়ে গেল। স্বাভাবিকভাবেই কেন্দ্রের পক্ষ থেকে অন্য রাজ্যের রাজ্যপালের ক্ষেত্রে বদল নিয়ে ঘোষণা করা হলেও, বাংলার ক্ষেত্রে তা অপরিবর্তিত রাখায় আগামী দিনে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের বিবাদ থেকে শুরু করে বিভিন্ন দূরত্ব আরও সামনে আসবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন আটটি রাজ্যের রাজ্যপাল বদল করা হয়। যার মধ্যে রয়েছে, ত্রিপুরা, মিজোরাম, গোয়া, হিমাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড, কর্ণাটক এবং হরিয়ানা। স্বভাবতই কেন্দ্রের পক্ষ থেকে এই তালিকা সামনে আসার পরেই মনে করা হয়েছিল সেই তালিকাতে বাংলার নাম থাকবে। কেননা দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের রাজ্যপালকে নিয়ে শাসক দলের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বারবার রাজ্যপালের কথা তুলে ধরে তিনি কথায় কথায় একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেসের থেকে।

আর তৃণমূলের পক্ষ থেকে যখন কেন্দ্রের কাছে এই বিষয় নিয়ে আপত্তি জানানো হয়েছে, তখন একাধিক রাজ্যের রাজ্যপাল বদল করার সময় বাংলার দিকে বাড়তি মনোযোগ দেবে কেন্দ্রীয় সরকার বলেই মনে করা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল বদল নিয়ে কোনোরূপ প্রতিক্রিয়া দিতে দেখা গেল না কেন্দ্রীয় সরকারকে। অর্থাৎ আগামী দিনেও যে জাগদীপ ধনকার পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিজের দায়িত্ব সামলাবেন, তা কেন্দ্রের পশ্চিমবঙ্গ নিয়ে নীরব ভূমিকার মধ্যে দিয়েই কার্যত স্পষ্ট হয়ে গেল বলেই মত বিশেষজ্ঞদের।

অনেকে আশঙ্কা করছেন, আটটি রাজ্যের রাজ্যপাল বদল করা হলেও, পশ্চিমবঙ্গ নিয়ে শাসকদলের আবেদনকে যেভাবে পাত্তা দিল না কেন্দ্রীয় সরকার, তাতে আগামী দিনে কেন্দ্র বনাম রাজ্যের দ্বৈরথ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এক্ষেত্রে বারবার আবেদন করা সত্ত্বেও কেন অন্য রাজ্যের রাজ্যপাল বদল করা হলেও, পশ্চিমবঙ্গের দিকে নজর দেওয়া হল না, সেই কথা তুলে ধরে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করতে পারে পশ্চিমবঙ্গের শাসক শিবির তৃণমূল কংগ্রেস। তাই নতুন করে রাজ্যপাল বদল নিয়ে রাজ্য বনাম কেন্দ্রের সংঘাত ভয়াবহ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!