এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যপালকে “পাগল” বলে বিতর্কে মদন! ভাষা সংস্কৃতি নিয়ে উঠল প্রশ্ন!

রাজ্যপালকে “পাগল” বলে বিতর্কে মদন! ভাষা সংস্কৃতি নিয়ে উঠল প্রশ্ন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই আক্রমণ বাড়তে শুরু করেছে শাসক প্রণাম বিরোধীদের মধ্যে। তবে বাকযুদ্ধে সেই আক্রমণ কখনও কখনও শালীনতার মাত্রা পর্যন্ত অতিক্রম করছে। আর এই পরিস্থিতিতে তৃণমূল থেকে বিজেপি প্রতিটি রাজনৈতিক দল নিজেদের নেতাকর্মীদের সচেতনভাবে বক্তব্য রাখার নির্দেশ দিচ্ছে কিন্তু দুই দলের শীর্ষ নেতৃত্ব এই ব্যাপারে নির্দেশ দিলেও অনেক ক্ষেত্রেই বেলাগাম মন্তব্য করে ফেলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা।

এবার রাজ্য বনাম রাজ্যপালের সংঘাতের মধ্যেই সাংবিধানিক প্রধান জগদীপ ধনকরকে আক্রমণ করে বিতর্কে পৌঁছে গেলেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। যেখানে ছন্দ মিলিয়ে রাজ্যপালকে “পাগল” বলে কটাক্ষ করলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যপাল জাগদীপ ধনকার। মূলত রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তাঁর এই মন্তব্য রীতিমত অস্বস্তি বাড়িয়ে দেয় তৃণমূল কংগ্রেস সরকারের।

আর এই পরিস্থিতিতে এদিন ভাঙ্গড়ে একটি কর্মসূচি করতে গিয়ে সেখানে রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। তিনি বলেন, “আগে আমরা বলতাম জল পড়ে, পাতা নড়ে, পাগলা হাতির মাথা নাড়ে। আর এখন বলছি জল পরে পাতা নরে, পাগল ধনকর শুধু ট্যুইট করে।” আর রাজ্যের সাংবিধানিক প্রধানের উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য যে মদন মিত্র এবং তার দল তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট বেকায়দায় ফেলে দেবে, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্বাচনের আগে যদি এইরকম বিতর্কিত মন্তব্য করতে শুরু করেন শাসক দলের নেতা, মন্ত্রীরা, তাহলে বাংলার সংস্কৃতি নিয়ে তারা যে মন্তব্য করেন, তা যে শুধুই কথার কথা, সেই বিষয়টি কার্যত পরিষ্কার হয়ে যাবে সকলের কাছে। একাংশ বলছেন, রাজ্যপালের বিভিন্ন মন্তব্য নিয়ে তাদের বিরোধিতা থাকতেই পারে। কিন্তু রাজ্যের সাংবিধানিক প্রধান জাগদীপ ধনকারৃ সেক্ষেত্রে তিনি কোনো মন্তব্য করার পর অতীতে বিভিন্ন সময়ে তাকে বিজেপির এজেন্ট বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস।

আর এবার সরাসরি ছন্দ মিলিয়ে তাকে “পাগল” বলে আক্রমণ করতে দেখা গেল তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রকে। অনেকে বলছেন, কিছুদিন আগেই একটি বেসরকারি টিভি চ্যানেলে বিরোধী দলের সাংসদ অর্জুন সিংহকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন এই মদন মিত্র। যার পরেই দলের বৈঠকে সেই মদনবাবুকে বক্তব্য রাখা নিয়ে সংযত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু তারপরেও যে তিনি কোনমতেই তার বেলাগাম মন্তব্য থেকে সরে আসতে পারছেন না, তা জগদীপ ধনকরকে আক্রমণের মধ্য দিয়েই প্রকাশ পেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবেই মদন মিত্রের এই ধরনের মন্তব্যকে হাতিয়ার করে এবার বিরোধীরা তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিতে কতটা সক্ষম হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!