এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাজ্যপালের জন্যই দুটি বুথে পুননির্বাচন , বিস্ফোরক দিলীপ ঘোষ !

রাজ্যপালের জন্যই দুটি বুথে পুননির্বাচন , বিস্ফোরক দিলীপ ঘোষ !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের 108 টি পৌরসভার নির্বাচন মোটেই ভালো হয়নি, এই অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। কিন্তু সরকারের পক্ষ থেকে এই যুক্তি মানা হয়নি। আর এই পরিস্থিতিতে বিরোধীরা যখন প্রতিটি বুথে পুনঃনির্বাচনের দাবি করছে, ঠিক তখনই মাত্র দুটি বুথে পুনর্নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য নির্বাচন কমিশন। যাকে কেন্দ্র করে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বুঝিয়ে দেন যে, রাজ্যপাল নির্বাচন কমিশনকে তলব করেছিল। আর তারপরেই কার্যত চাপে পড়ে মাত্র দুটি বুথে পুনঃনির্বাচন করিয়ে নিজেদের সম্মান রক্ষা করতে চাইছে কমিশন। এদিন এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “আমার মনে হয় রাজ্যপাল বলেছেন, তাই তার সম্মান রক্ষার জন্য এই দুটি বুথে নির্বাচন হচ্ছে। কিন্তু সরকারের ইচ্ছে ছিল না। সরকার চাইছে বিরোধীশূন্য রাজনীতি। নির্বাচন কমিশন সরকারের অঙ্গুলিহেলনে চলছে। সব পার্টিকে সরিয়ে শুধু তৃণমূল থাকবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, দিলীপ ঘোষের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি আবার বুঝিয়ে দিলেন যে, নির্বাচনে সন্ত্রাস হয়েছে। তবে রাজ্যপালের চাপের কাছে নতি স্বীকার করে পুনর্নির্বাচন করিয়ে পরিস্থিতি আয়ত্তে আনতে চাইছে কমিশন। সব মিলিয়ে কোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!