এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যপালের সঙ্গে বৈঠকের পরই দিল্লিতে অমিত শাহের মুখোমুখি হচ্ছেন সৌরভ, জল্পনা বাড়ছে রাজ্যে

রাজ্যপালের সঙ্গে বৈঠকের পরই দিল্লিতে অমিত শাহের মুখোমুখি হচ্ছেন সৌরভ, জল্পনা বাড়ছে রাজ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লর্ডসের মাঠের জামা ঘোরানো ব্যক্তি যদি রাজনীতির ময়দানে নামেন তাহলে তার ব্যাটিং কিরকম হবে, তা দেখবার জন্য উৎসুক আপামর বাঙালি। বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট তিনি। কিন্তু তার রাজনীতিতে আগমন নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা বাড়তে শুরু করে। আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মুখ হলে সেই সৌরভ গাঙ্গুলীকে বিজেপি মুখ করে এগোতে পারে বলে নানা মহলের তরফে শুনতে পাওয়া যায়। যা নিয়ে কার্যত উচ্ছ্বাসে ফেটে পড়েন সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুগামীরা।

কিন্তু কখনই এই ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেননি বাংলার মহারাজ। তবে রবিবার রাজ্যপাল জাগদীপ ধনকরের সঙ্গে তার সাক্ষাতের পরেই তিনি কি এবার রাজনীতিতে তার ইনিংস শুরু করতে চলেছেন! তা নিয়ে জল্পনা ক্রমশ ঘনিভূত হতে শুরু করে। এদিকে রাজ্যপালের সঙ্গে দেখা করার পরেই সোমবার বিজেপির সর্বভারতীয় চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এক মঞ্চে বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলীকে দেখা যেতে পারে বলে খবর পাওয়া গেল।

সূত্রের খবর, দিল্লিতে ফিরোজ শাহ কোটলায় অরুণ জেটলি স্টেডিয়ামে অমিত শাহ এবং সৌরভ গঙ্গোপাধ্যায় মুখোমুখি হতে পারেন বলে জানা যাচ্ছে। আর তাদের দুজনের এই সাক্ষাৎ বাংলা নির্বাচনের আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপি মুখ হওয়ার সম্ভাবনাকে অনেকটাই বাড়িয়ে দিচ্ছে বলে দাবি বিশেষজ্ঞদের।

সূত্রের খবর, সোমবার দিল্লি এন্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। ফিরোজ শা কোটলায় এই অনুষ্ঠান আয়োজন করা হবে। যেখানে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির একটি মূর্তি স্থাপন করা হচ্ছে বলে খবর। আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। অন্যদিকে এই একই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বঙ্গ সফর সেরে এসেছেন অমিত শাহ। যেখানে বিজেপির মুখ নিয়ে তাকে প্রশ্ন করা হলে, তালিকা অনেক লম্বা বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি বাংলার মাটি থেকে উঠে আসা কেউ বাংলার মুখ্যমন্ত্রী হবে বলে দাবি করতে দেখা যায় তাকে। আর এই পরিস্থিতিতে রাজ্যপালের সঙ্গে সৌরভ গাঙ্গুলীর সাক্ষাতের পর একমঞ্চে অমিত শাহ এবং তার উপস্থিতি নানা সমীকরণ সৃষ্টি করতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাহলে কি আর পড়ে থাকা নয়! এবার কি নতুন ইনিংসে যোগ দিয়ে ব্যাট ঘোরাতে শুরু করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়? অমিত শাহের সঙ্গে এক মঞ্চে থাকবার পর এবার কি সরাসরি গেরুয়া শিবিরে নাম লেখাতে দেখা যাবে তাকে ! একাংশ বলছেন, যতক্ষণ না সৌরভ গঙ্গোপাধ্যায় এই ব্যাপারে কোনো মন্তব্য করছেন, ততক্ষণ কোনো কিছুই ধরে নেওয়া ঠিক হবে না। তবে ঘটনা পরম্পরা যে দিকে এগিয়ে যাচ্ছে, তাতে সৌরভ গাঙ্গুলির সঙ্গে গেরুয়া শিবিরের যোগ যে অত্যন্ত মধুর, তা বলাই যায়।

স্বাভাবিকভাবেই আজ অমিত শাহের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাত হলে তাদের দুজনের মধ্যে সৌজন্য বিনিময় হয়, নাকি আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, তা নিয়েও ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। অনেকে বলছেন, বিধানসভা নির্বাচনে বিজেপি চাইছে গ্রহণযোগ্য মুখে সামনের সারিতে দাঁড় করাতে। সেদিক থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোন বিকল্প নেই।

যদিও বা বিজেপির পক্ষ থেকে এই ব্যাপারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে কোনো প্রস্তাব গেছে কিনা, তা এখনও পর্যন্ত জানা যায়নি। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সোমবার অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ খেলার মাঠের পাশাপাশি এবার তিনি রাজনীতির ময়দানেও নামতে পারেন বলে জল্পনা বাড়তে শুরু করল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!