এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > আক্রান্ত কর্মীর পাশে দাঁড়িয়ে বিজেপি সহ-সভাপতির চ্যালেঞ্জ, ২০১৯ এর পর টিএমসি থাকবে না

আক্রান্ত কর্মীর পাশে দাঁড়িয়ে বিজেপি সহ-সভাপতির চ্যালেঞ্জ, ২০১৯ এর পর টিএমসি থাকবে না


পশ্চিমবঙ্গের আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে মনোনয়ন পর্ব মিটতে না মিটতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের উপর আক্রমনের অভিযোগ উঠে আসছে। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের তীর রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে। এরকমই এক ঘটনায় মগরা মন্ডলের চন্দ্রহাটি-১ গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন গৃহবধূ অর্চনা বাগ। বিজেপির অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের অত্যাচারে ও ভয় প্রদর্শনে ইতিমধ্যেই এলাকা ছাড়া অর্চনাদেবীর স্বামী। কিন্তু তবুও মনোনয়ন প্রত্যাহারের হুমকি ক্রমশ বাড়তে থাকে স্থানীয় তৃণমূল নেতৃত্ত্বের থেকে। এরইমধ্যে তৃণমূল কর্মীরা চড়াও হয় অর্চনাদেবীর বাড়িতে, চলে অশ্লীল গালিগালাজ। এমনকি, তাঁর অসুস্থ চলৎশক্তিরহিত শ্বশুর পরেশ বাগের উপর চলে নির্বিচারে প্রহার। ভীত পরেশবাবু কথা দেন তাঁর পুত্রবধূ মনোনয়ন তুলে নেবেন। তবুও মনোনয়ন জমা দেওয়ার জন্য পরেশবাবুকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজকুমারী কেশরী। তিনি আক্রান্ত পরেশবাবুর সঙ্গে দেখা করেন ও সমস্ত ঘটনা বিশদে শোনেন। এরপরেই তিনি ক্ষোভে ফেটে পড়েন। এক ভিডিও বার্তায় তিনি জানান, পশ্চিমবঙ্গে বর্তমানে গৃহযুদ্ধের মত পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূলের কর্মীরা যেভাবে দিকে-দিকে বিজেপি কর্মী-সমর্থকদের উপর আক্রমন করছেন তা কিছুতেই মেনে নেওয়া যায় না। কে বিজেপি করবেন তা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিতে পারেন না। এরপরেই কার্যত চ্যালেঞ্জ ছোড়েন রাজ্যের মুখ্যমন্ত্রীকে, ২০১৯ সালের পর টিএমসি পার্টিটাই থাকবে না। যদিও পরেশবাবুর পরিবারের উপর ভয় প্রদর্শন ও আক্রমণের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া তৃণমূলের স্থানীয় নেতৃত্ত্বের কাছ থেকে এখনো পাওয়া যায় নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!