এখন পড়ছেন
হোম > জাতীয় > চাপ কাটছে গেরুয়া শিবিরের? রাফালের জয় নিয়ে কি প্রতিক্রিয়া দিলেন রাজনাথ সিং?

চাপ কাটছে গেরুয়া শিবিরের? রাফালের জয় নিয়ে কি প্রতিক্রিয়া দিলেন রাজনাথ সিং?

আসন্ন লোকসভা ভোটের আগে যে ঘটনা সবচেয়ে বেশি চাপে রেখেছিল কেন্দ্রকে, সুপ্রিম কোর্টের রায়ে তা থেকে মুক্তি মিললো অবশেষে। রাফায়েল চুক্তি নিয়ে বড়োসড়ো স্বস্তি পেল কেন্দ্র। শীর্ষ আদালত কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীদের আনা সমস্ত অভিযোগ খারিজ করে দিল।

আদালতের দাবি, রাফায়েল চুক্তিতে কোন রকম দুর্নীতি হয়নি। শুধুমাত্র ধারণার ভিত্তিতে বিরোধীদের এই রকম অভিযোগ করা অযৌক্তিক। রাফায়েল চুক্তির উপর আদালতের পর্যবেক্ষণের কোন প্রয়োজন নেই। এই রায় স্বভাবতই ভোটের আগে বিজেপিকে অক্সিজেন দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আদালতের রায় বেরোনোর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেন, যে কংগ্রেসের এই অভিযোগের প্রথম থেকেই কোন ভিত্তি ছিল না। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই কংগ্রেস বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করেছিল।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

রাজনাথ সিং আরও বলেন, এতদিন ধরে কংগ্রেস যেভাবে রাফায়েল চুক্তি নিয়ে বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা করছিল, বারবার বিজেপি কে আক্রমণ করছিল – এমনকি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে চোর পর্যন্ত বলতে পিছুপা হননি।

কিন্তু, সুপ্রিম কোর্টের এই রায়ের পরে, এবার কংগ্রেসের সমস্ত জারিজুরি ভেস্তে গেল। কংগ্রেস আর মানুষকে বোকা বানাতে পারবে না, বলেই জানান কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফলাফল না হওয়ার পর যে অনন্ত চাপ বিজেপির উপর তৈরী হয়েছিল দেশের সর্বোচ্চ আদালতের রায়ে – তার থেকে অনেকটাই বেরিয়ে আসা গেছে। আর তা সাংবাদিক বৈঠকে স্পষ্ট ফুটে উঠছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর চোখেমুখে।

উল্লেখ্য, আদালত জানিয়েছেন প্রতিরক্ষা বিষয়ের মত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এভাবে শুধুমাত্র সন্দেহের বশে আদালতের পর্যবেক্ষণ দাবি করা যায় না। কেন ৩৬ টা বিমান কেনা হচ্ছে – এ প্রশ্ন তোলা অনৈতিক। আদালতের দাবি চুক্তিতে পুরনো স্বচ্ছতা বজায় আছে – তাই আদালতের নজরদারি নিষ্প্রয়োজন। সূত্রের খবর, রাজনাথ সিংয়ের দেখানো পথেই গোটা দেশজুড়ে হেভিওয়েট বিজেপি নেতারা সাংবাদিক বৈঠক করে – রাহুল গান্ধী তথা কংগ্রেসকে তীব্র আক্রমনের পথেই যাবে এই ইস্যুতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!