এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজনীতি ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ মমতার, জেনে নিন কারণ!

রাজনীতি ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ মমতার, জেনে নিন কারণ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্রের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই অভিযোগ করছেন, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে বিন্দুমাত্র উন্নয়ন হয়নি। তপশিলি সম্প্রদায় থেকে শুরু করে মতুয়া সম্প্রদায় কোনো মানুষের জন্য সঠিক উন্নয়ন করেনি তৃণমূল সরকার বলে অভিযোগ করতে দেখা যাচ্ছে কেন্দ্রের বিজেপি নেতা নেত্রীদের। স্বাভাবিকভাবেই 2021 এর বিধানসভা নির্বাচনে যখন বাংলার ক্ষমতা দখল করতে উদ্যত হয়ে উঠেছে ভারতীয় জনতা পার্টি, তখন বিজেপির হেভিওয়েট নেতাদের এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমত চাপে পড়েছে তৃণমূল কংগ্রেস।

পাল্টা প্রতিটি সভা থেকে উন্নয়ন ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে উন্নয়ন নিয়ে যখন দুই দলের মধ্যে দড়ি টানাটানি অব্যাহত, ঠিক তখনই মতুয়াদের উন্নয়নের কথা বলতে গিয়ে কার্যত রাজনীতি ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, মঙ্গলবার বারাসাতের সভা থেকে মতুয়াদের উন্নয়ন নিয়ে বিজেপিকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি বলেন, “চ্যালেঞ্জ করছি, আমি যদি মতুয়াদের জন্য কিছু না করে থাকি, তাহলে রাজনীতি করা ছেড়ে দেব। সত্যি প্রমাণ করতে না পারলে আমিও কান ধরে উঠবস করতে রাজি। ওরা জানে মিহিদানা কিভাবে তৈরি হয়? সীতাভোগ কিভাবে তৈরি হয়? হিন্দু মুসলমানে শুধু ভাগাভাগি করা হচ্ছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থ্যাৎ তৃণমূল নেত্রী বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, বিজেপির কেন্দ্রীয় নেতারা মতুয়াদের নিয়ে যতই তৃণমূল সরকারকে কটাক্ষ করুক না কেন, তৃণমূল মতুয়াদের জন্য প্রথম থেকেই উন্নয়ন করেছে। আর তাই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সেই মতুয়াদের ভোট পাওয়ার জন্য বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ করে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একাংশ বলছেন, গত লোকসভা নির্বাচনে এই মতুয়াদের সমর্থন চলে গিয়েছিল ভারতীয় জনতা পার্টির দিকে। আর এবারও রাজ্যের মতুয়াদের সমর্থন যাতে তাদের দিকে থাকে, তার জন্য নানা সভা-সমিতির করতে দেখা যাচ্ছে বিজেপিকে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে মতুয়াদের সমর্থন পেতে নানা উদ্যোগ নিচ্ছেন। আর এই পরিস্থিতিতে সেই মতুয়াদের ভোটব্যাঙ্ক যাতে বিজেপির দিকে কোনোভাবেই না যায়, তার জন্য রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!