এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজনীতি মঞ্চ থেকে বিদায় জানাতেই বাবুল সুপ্রিয়কে দলে টানার চেষ্টা রাজ্যের প্রাক্তন মন্ত্রীর

রাজনীতি মঞ্চ থেকে বিদায় জানাতেই বাবুল সুপ্রিয়কে দলে টানার চেষ্টা রাজ্যের প্রাক্তন মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত শনিবার বিকেলের পর রাজনীতি থেকে বিদায় নেবার কথা জানিয়েছেন আসানসোলের সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এখন প্রশ্ন উঠেছে, রাজনীতি থেকে অবসর নিয়ে তিনি কি আবার গানের জগতে চলে যাবেন? নাকি রাজনীতি ছাড়বেন না? তাঁকে নিয়ে চলছে নানা টানাপড়েন। বিজেপির পক্ষ থেকে তাঁকে ধরে রাখার চেষ্টা চলছে। তেমনি তৃণমূলের চেষ্টা চলছে তাঁকে দলে যোগদান করাবার। এবার এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাঁকে রাজনীতিতে থাকার বার্তা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র।

বাবুল সুপ্রিয়র উদ্দেশ্যে মদন মিত্র জানিয়েছেন যে, খেলা না ছাড়তে, বরং তিনি খেলার মাঠ বদল করুন। তিনি প্রশ্ন করেছেন, মাঠের খেলোয়াড় মাঠ কেন ছাড়বেন? প্রয়োজনে মাঠ বদলান তিনি। তাঁর এই বক্তব্য থেকে এটা স্পষ্ট যে, তিনি তাঁকে দলবদল করবার পরামর্শ দিচ্ছেন। নিজের সম্পর্কে মদন মিত্র জানালেন, তাঁকে কি কখনো কেউ ময়দান ছেড়ে চলে যেতে দেখেছেন? রাজনীতির ময়দানে আছেন বাবুল সুপ্রিয়। সেখানে তাঁকে থাকার পরামর্শ দিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মদন মিত্র আরও জানালেন, মাঝে অনেক দিন তিনি প্র্যাকটিসে ছিলেন না। কিন্তু তিনি রাজনীতির ময়দান ছেড়ে চলে যান নি। বাবুল সুপ্রিয়কে তিনি পরামর্শ দিয়েছেন, রাজনীতির ময়দানে থেকে যাবার। তবে কোন মাটিতে তিনি খেলবেন? তা তিনিই ঠিক করবেন। অন্যদিকে, বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগদান করবেন কিনা? এ বিষয়ে রাজ্যের আইন মন্ত্রি মলয় ঘটক জানালেন যে, এটা সম্পূর্ণ দলের সিদ্ধান্ত এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা চূড়ান্ত বলে গ্রহণ করা হবে।

তবে, এর সঙ্গে সঙ্গে রাজ্যের আইন মন্ত্রি মলয় ঘটক জানিয়েছেন যে, ধীরে ধীরে রাজ্যের সমস্ত মন্ত্রীরা ইস্তফা দেবেন। নরেন্দ্র মোদি সরকারের জন বিরোধী নীতির প্রতিবাদে তাসের ঘরের মতো ভেঙে পড়বে রাজ্য বিজেপি। এমন একটা দিন আসবে, যেদিন বিজেপির দপ্তরে তালা খোলার মতো কেউ থাকবে না। আর সেই দিনটা খুব শীঘ্রই আসতে চলেছে বলে, দাবি করেছেন তিনি।
তবে, বাবুল সুপ্রিয়র বিষয় নিয়ে একটি টুইট করেছেন বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বাবুল সুপ্রিয় রাজনীতি ছাড়ছেন না। তাঁর মানভঞ্জন করাতে তৎপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাঁকে বোঝাবার জন্য বিজেপি নেতাদের নির্দেশ দেয়া হয়েছে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!