এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজনীতিমঞ্চ থেকে যবনিকাপাতের ঘোষণা করতেই বাবুল সুপ্রিয়কে ফোন জে পি নাড্ডার, বাড়ছে জল্পনা

রাজনীতিমঞ্চ থেকে যবনিকাপাতের ঘোষণা করতেই বাবুল সুপ্রিয়কে ফোন জে পি নাড্ডার, বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল রাজনীতির মঞ্চে যবনিকাপাতের ঘোষণা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। রাজনীতিকে আলবিদা জানাবার পর নিজের সাংসদ পদ থেকেও অব্যাহতি নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তাঁর এই পদক্ষেপ যে প্রবল ধাক্কা বিজেপি শিবিরের কাছে, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই তাঁকে একাজ থেকে বিরত করতে গতকাল রাতে তাঁকে ফোন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা।

গতকাল সন্ধ্যায় তাঁর এই ঘোষণার পর গতকাল রাতে বাবুল সুপ্রিয়কে ফোন করে তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা, এমনটাই বিজেপি সূত্রে জানা যাচ্ছে। বিজেপি সূত্রে আরো জানা যাচ্ছে যে, বাবুল সুপ্রিয়কে বারবার বারণ করেছেন জে পি নাড্ডা। তাঁর এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াতে অনুরোধ করেছেন তিনি বাবুল সুপ্রিয়কে।

বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত ফোন করে দলে থেকে যেতে অনুরোধ জানাতে পারেন বাবুল সুপ্রিয়কে। দলের প্রতি ক্ষোভ, মান-অভিমানের পালা সাঙ্গ করে তাঁকে আবার সক্রিয় রাজনীতিতে উঠে আসার আরজি জানাতে পারেন দলের শীর্ষ নেতৃত্ব। তবে, তাঁদের অনুরোধ তিনি রাখবেন কিনা? নিজের সিদ্ধান্তর পরিবর্তন ঘটাবেন কিনা? সে কথা তিনিই জানেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার বার্তা দিতেই তাঁর তৃণমূলে যোগদানের জল্পনা শুরু হয়। কারণ মন্ত্রিত্ব থেকে অপসারণের পর তাঁর প্রতি সমবেদনা জানাতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আবার একটা সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যথেষ্ট যোগাযোগ ছিল বাবুল সুপ্রিয়র। পরে অবস্থার পরিবর্তন ঘটে। বিজেপিতে থেকে তৃণমূলকে বারবার কটাক্ষ করেছেন বাবুল সুপ্রিয়।

তবে গতকাল তিনি জানিয়েছেন যে, অন্য কোন দলে তিনি যাচ্ছেন না। তৃণমূল, কংগ্রেস, সিপিএম কোথাও যাচ্ছেন না, তা তিনি নিশ্চিত করেছেন। তিনি আরো জানিয়েছেন যে, কেউ তাঁকে ডাকেন নি। একটা দলের খেলোয়াড় চিরকাল তিনি। মোহনবাগানকে সমর্থন করে এসেছেন। শুধুমাত্র বিজেপি করেছেন তিনি। তবে, মানুষের জন্য কাজ করতে গেলে যে রাজনীতিতে থাকতেই হবে, একথা মনে করেন না তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!